অ্যাপশহর

রেলের সংস্কারে বিলগ্নিকরণের খোলা হাওয়া, বাংলায় ছুটবে ৭ জোড়া প্রাইভেট ট্রেন!

রেলের বেসরকারিকরণ প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দেওয়ার তোড়জোড় মোদী সরকারের। এতে বাংলার ১২টি রুটে সাত জোড়া ট্রেন চলাচল করবে।

EiSamay.Com 2 Jul 2020, 8:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রেলের বেসরকারিকরণ নিয়ে এবার তেড়েফুঁড়ে ময়দানে নামল নরেন্দ্র মোদী সরকার। গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শুরু হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালের এপ্রিলে বেসরকারি রেল পরিষেবা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। বৃহস্পতিবার অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন তিনি।
EiSamay.Com rail ২
প্রতীকী ছবি


প্রাথমিকভাবে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে মোট ১২টি রুটে ১৪টি বেসরকারি যাত্রিবাহী ট্রেন চালানোর অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পূর্বরেলের আওতাধীন এলাকায় ৬টি ট্রেন চলবে। আর দক্ষিণপূর্ব রেলের আওতাধীন এলাকায় আরও ৮টি। এ রাজ্যের কোন কোন রুটে বেসরকারি সংস্থাকে ট্রেন চালানোর ভার তুলে দেওয়া হবে, তার খসড়া তৈরি হয়ে গিয়েছে।

সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক:
  • শালিমার-গুয়াহাটি (দ্বি-সাপ্তাহিক),
  • হাওড়া-মালদা টাউন (সাপ্তাহিক),
  • টাটানগর-শালিমার (দৈনিক),
  • শালিমার-পুনে (সাপ্তাহিক),
  • হাওড়া-চেন্নাই (দৈনিক),
  • শালিমার-টিসিটিবি (দৈনিক),
  • হাতিয়া-টিসিটিবি (দৈনিক),
  • পুরি-শালিমার (ত্রি-সাপ্তাহিক),
  • নিউ জলপাইগুড়ি-হাওড়া (সাপ্তাহিক)
  • হাওড়া-পাটনা (দৈনিক) এবং
  • হাওড়া-আনন্দবিহার (দৈনিক)
এ দিকে রেলবোর্ডের চেয়ারম্যান এদিন আরও জানিয়েছেন, দেশে চলাচলকারী মোট যাত্রীবাহী ট্রেনের মাত্র ৫ শতাংশ বেসরকারি হাতে তুলে দেওয়া হতে চলেছে। তবে কোনও বেসরকারি সংস্থা যাত্রীদের উন্নত মানের ট্রেন পরিষেবা দিতে ব্যর্থ হলে তাকে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন বিনোদ কুমার যাদব। বেসরকারি সংস্থাগুলিকে ট্রেনগুলি কিনতে হবে এবং রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্বও তাদের উপরে পড়বে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরী ট্রেনকোচ বেসরকারি সংস্থাগুলি যাতে কেনে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

এই সমস্ত বেসরকারি ট্রেনের ভাড়া কী হবে সেই বিষয়েও এদিন ধারনা দিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান। তিনি বলেছেন, 'বাস এবং বিমানের মতো বেসরকারি ট্রেনের ভাড়া হবে প্রতিযোগিতামূলক। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।

মোট ১২টি ক্লাস্টারে এই বেসরকারি ট্রেন চালানো হবে। এই তালিকায় আছে বেঙ্গালুরু, চণ্ডিগড়, জয়পুর, দিল্লি, মুম্বই, পাটনা, প্রয়াগরাজ, সেকান্দেরাবাদ, হাওড়া এবং চেন্নাই।

আরও পড়ুন: আশঙ্কা বাস্তবই! রেলের ১৫০ ট্রেন-৫০ স্টেশন বেসরকারি হাতে দেওয়ার প্রস্তাব

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল