অ্যাপশহর

চেকিং ও টাওয়ার ভ্যানেই কর্মক্ষেত্রে রেলকর্মী

যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও বন্ধ নেই ভারতীয় রেলের কাজকর্ম। বিশেষ করে পণ্যবাহী ট্রেন প্রতি দিনই দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। তবে গোটা দেশে লকডাউনের ফলে রেলকর্মীদের কর্মস্থলে আসাটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছিল।

EiSamay.Com 30 Mar 2020, 10:56 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করতে যে রকমের রেকে অভিযান চলে, সেই রেকই এখন সহায় রেলের। ওভারহেড তার ছিঁড়ে পড়লে যে টাওয়ার ভ্যানে চেপে মেরামত করতে যান রেলের কর্মীরা, সেই টাওয়ার ভ্যানের ভরসাতেই গোটা দেশে অত্যাবশ্যকীয় সামগ্রীর জোগান দিচ্ছে রেল।
EiSamay.Com indian rail
ভারতীয় রেল


সকালেই মেসেজ চলে আসছে ফোনে। কোন সময়ের মধ্যে স্টেশনে পৌঁছে যেতে হবে। সেই মতো তৈরি হয়ে স্টেশনে আসছেন রেলকর্মীরা। তার পর হয় কোনও টাওয়ার ভ্যান অথবা কোনও টিকিট চেকিং স্পেশ্যাল এসে তুলে নিয়ে যাচ্ছে তাঁদের। নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে ওই রেলকর্মীদের। বাড়ি ফেরাও একই পদ্ধতিতে।

এই সমস্যা দূর করতে ট্র্যাকে নামানো হয়েছে টিকিট চেকিং স্পেশ্যাল এবং টাওয়ার ভ্যান। নিয়ম করে লাইন পরীক্ষায় যাচ্ছেন ট্র্যাকম্যানরাও। ছুটি নেই সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মীদেরও।

রেলকর্মীরা জানাচ্ছেন, যাঁদের বাড়িতে বসে কাজ করা সম্ভব, তাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন। নানা ধরনের হিসেবের কাজ এই ভাবে করা হচ্ছে। তবে, লাইন পরীক্ষা বা সিগন্যাল পরীক্ষার কাজ এ ভাবে হয় না। এই কাজ করতে ফিল্ড ডিউটি চালু আছে। একই ভাবে নিয়মিত প্রতি স্টেশনে জীবাণুনাশক ছড়ানো এবং ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহি ট্রেন এবং পণ্যবাহী ট্রেনগুলোকে ক্রমাগত জীবাণুমুক্ত রাখার কাজও চলছে নিয়মিত। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্স ও টেলিকনফারেন্সের মাধ্যমে নিজের বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল