অ্যাপশহর

জন্মের পর যান তাঁরই কোলে, ৪৯ বছর পর নার্সকে 'জাদু কি ঝাপ্পি' রাহুলের

১৯৯৭০ সালের ১৯ জুন দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে রাহুলের জন্মের পর তাঁর পরিচর্যার দায়িত্বে ছিলেন তত্‍‌কালীন ট্রেইনি নার্স ভভথিল। সেই অভিজ্ঞতার স্মৃতি রোমন্থনের সময় মন দিয়ে সেই গল্প শোনেন রাগা।

EiSamay.Com 9 Jun 2019, 6:04 pm

হাইলাইটস

  • একদিন জন্মানোর পর তাঁকে কোলে তুলে নিয়েছিলেন। সেই শিশুই আজ ৪৯। কংগ্রেসের সভাপতি।
  • রাহুল গান্ধীর 'জাদু কি ঝাপ্পি'তে চোখের জল বাধ মানল না দিল্লি হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্সের।
  • কেরালার ওয়ানাডের সাংসদ রাহুলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত সত্যিই স্পেশ্যাল ৭২ বছরের রাজাম্মা ভভথিলের কাছে।
জন্মের পর যান তাঁরই কোলে, ৪৯ বছর পর নার্সকে 'জাদু কি ঝাপ্পি' রাহুলের
এই সময় ডিজিটাল ডেস্ক: একদিন জন্মানোর পর তাঁকে কোলে তুলে নিয়েছিলেন। সেই শিশুই আজ ৪৯। কংগ্রেসের সভাপতি। রাহুল গান্ধীর 'জাদু কি ঝাপ্পি'তে চোখের জল বাধ মানল না দিল্লি হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্সের।
কেরালার ওয়ানাডের সাংসদ রাহুলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত সত্যিই স্পেশ্যাল ৭২ বছরের রাজাম্মা ভভথিলের কাছে। রবিবার সকালে নিজের কেন্দ্রে একটি গেস্ট হাউসে তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন রাগা। ব্যস্ত শিডিউলের মধ্যেও তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। ভভথিলের পরিবারের সঙ্গে তিনি ক্যামেরায় পোজও দেন।

১৯৯৭০ সালের ১৯ জুন দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে রাহুলের জন্মের পর তাঁর পরিচর্যার দায়িত্বে ছিলেন তত্‍‌কালীন ট্রেইনি নার্স ভভথিল। সেই অভিজ্ঞতার স্মৃতি রোমন্থনের সময় মন দিয়ে সেই গল্প শোনেন রাগা। ভভথিল জানান, রাহুলের মা সনিয়াকে যখন লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বাইরে বসেছিলেন রাজীব ও সঞ্জয় গান্ধী। ভভিথল বলেন, 'আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি তাঁর জন্মের সাক্ষী। তত্‍‌কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতিকে দেখে দারুণ লাগছে।'

তাঁকে বাড়িতে তৈরি কাঁঠালের চিপস ও মিষ্টিও উপহার দেন অবসরপ্রাপ্ত নার্স। ফের তাঁর সঙ্গে দেখা করবেন বলে প্রতিশ্রুতি দেন রাহুল।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল