অ্যাপশহর

হাতা-খুন্তি হাতে পাকা রাঁধুনি রাহুল গান্ধী! ভাইরাল Video

রাজনীতির মঞ্চ ছেড়ে এবার রান্নাঘরে রাহুল। তামিলনাড়ুতে প্রচারে গিয়ে পৌঁছে গেলেন গ্রামের কুকিং শোয়ে। হাতা-কড়াই হাতে রাহুলের পারফর্মমেন্স ঝড় তুলেছে নেট পাড়ায়।

EiSamay.Com 30 Jan 2021, 9:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজধানী ছেড়ে দাক্ষিণাত্যে নবাবি খানায় মশগুল যুবরাজ। সুপরিচিত রাজনৈতিক বক্তার ইমেজ ঝেড়ে ফেলে রান্নায় ব্যস্ত সোনিয়া পুত্র। তামিলনাড়ুর একটি জনপ্রিয় রান্নার অনুষ্ঠানে মাশরুম বিরিয়ানি (mushroom biryani) রেঁধে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। মূহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রান্নার সেই ভিডিও।
EiSamay.Com Rahul Gandhi
Rahul Gandhi


সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে তামিলনাড়ু (Tamilnadu Assembly Election) গিয়েছিলেন রাহুল গান্ধী। সেসময়ই সেখানকার জনপ্রিয় 'ভিলেজ কুকিং চ্যানেল'-এর এক এপিসোডে অতিথি হিসেবে যোগ দেন গান্ধী পরিবারের যুবরাজ। শেফদের সঙ্গে নিজে হাতে স্থানীয়দের জন্য মাশরুম বিরিয়ানি রান্না করেন রাহুল। গ্রামীণ পরিবেশে রান্না করতে করতে শেফদের স্টাইলে রান্নার পুরো প্রণালীও বর্ণনা করেন তিনি। শুধু তাই নয়, উপাদানগুলির নাম সুস্পষ্টভাবে তামিলেই উচ্চারণ করেন। এই অনুষ্ঠানেই তিনি ফাঁস করেন, রান্নাঘর তাঁর কাছে খুব একটা অচেনা নয়। ১০ জনপথে মাঝেমধ্যেই কুকিংয়ের দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেন তিনি। পরিবারের সকলের জন্য জমিয়ে রান্না করাটা রাহুলের বহুদিনের অভ্যেস।



রান্না শেষে অনুষ্ঠানের শেফদের সঙ্গে নিয়ে মাটিতে বসে কলাপাতায় মাশরুম বিরিয়ানিও খেতে দেখা গিয়েছে রাহুলকে। এই শোয়ে রাহুলের পাশে কংগ্রেস সাংসদ জ্যোতিমণি সেননিমালাই ও তামিলনাড়ু, পুদুচেরি এবং গোয়ার কংগ্রেস প্রধান গুন্ডু রাওকেও দেখা যায়। ১৪ মিনিটের ওই ভিডিও ‘ভিলেজ কুকিং চ্যানেল’ ইউটিউবে পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল। গোটা তামিলনাড়ুতে ভিডিয়োটি টপ ট্রেন্ডিং। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘বিগ মোমেন্ট... আজ রাহুল গান্ধী আমাদের রান্নায় অংশগ্রহণ করেন এবং তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন।’ উল্লেখ্য, চ্যানেলটি সাতজন গ্রামের বাসিন্দা চালান। তাঁরাই প্রত্যেক এপিসোডে দক্ষিণ ভারতের কোনও না কোনও সনাতনী খাবার রান্না করে দেখান। প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। যুবরাজের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে যতই সন্দেহ থাক, তাঁর রন্ধনশৈলীতে তাক লেগেছে নেটিজেনদের।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল