অ্যাপশহর

'আবির্ভাব দিবসে' লালুপ্রসাদকে টুইটারে শুভেচ্ছা রাবড়িদেবীর

পটনায় লালুপ্রসাদের আবির্ভাব দিবস পালনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আরজেডি পার্টি অফিসে চূড়ান্ত ব্যস্ততা চলেছে। পাশাপাশি, গৃহকর্তার অনুপস্থিতিতে বড়ই নিষ্প্রভ রাবড়িদেবীর বাসভবন। টুইটারে শুভেচ্ছা জানিয়েই সন্তুষ্ট হতে হয়েছে রাবড়িদেবীকে।

EiSamay.Com 11 Jun 2019, 2:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ নন তিনি। তাই জন্মদিন নয়, পালিত হয় তাঁর আবির্ভাব দিবস। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ৭২তম আবির্ভাব দিবসে শুভেচ্ছা জানালেন স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
EiSamay.Com Lalu-Rabri
লালুপ্রসাদ যাদবের 'আবির্ভাব দিবসে' শুভেচ্ছা জানালেন রাবড়িদেবী।


মঙ্গলবার টুইটারে স্বামীর উদ্দেশে রাবড়িদেবী লিখেছেন, 'প্রিয়তম, শ্রদ্ধেয় লালুপ্রসাদজি, আপনার ৭২তম আবির্ভাব দিবসে অনেক শুভেচ্ছা। আমার বয়স যেন আপনার আয়ুবৃদ্ধি ঘটায়।'


পটনায় লালুপ্রসাদের আবির্ভাব দিবস পালনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আরজেডি পার্টি অফিসে চূড়ান্ত ব্যস্ততা চলেছে। পাশাপাশি, গৃহকর্তার অনুপস্থিতিতে বড়ই নিষ্প্রভ রাবড়িদেবীর বাসভবন। রাঁচির বিরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে বন্দি লালুপ্রসাদ ২০১৮ সালের অগস্ট মাস থেকে আরআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার অসুস্থ লালুপ্রসাদের সঙ্গে দেখা করেন আরজেডি ও কংগ্রেস নেতারা। জেলের নিয়ম অনুযায়ী, প্রতি শনিবার মাত্র তিনজন বহিরাগত লালুর সঙ্গে দেখা করার অনুমতি পান।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল