অ্যাপশহর

সোনার মাস্ক তৈরি করে 'হিরো' এই ব্যক্তি! দাম কত জানেন?

সোনার তৈরি এই মাস্ক কতটা ভাইরাস প্রতিরোধকারী সে বিষয়ে মাথাব্যাথা না হলেও, শহরে বেশ সাড়া ফেলে দিয়েছেন এই গোল্ড ম্যান! শুধু যে মুখেই মাস্ক পড়েছেন তাই নয়, গলাতেও রয়েছে মোটা সোনার চেন। হাতের প্রতিটি আঙ্গুলেই রয়েছে সোনার আংটি! পুনে জেলার পিম্পরি-ছিনছওয়াডের বাসিন্দা শংকর কুরাদে। করোনার সুরক্ষা কবচ হিসেবে নিজেই তৈরি করে ফেললেন সোনার মাস্ক!

ANI 4 Jul 2020, 11:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সরকার। অফিসে, বাজারে, শপিং মলে কিংবা মন্দির চত্বরে, সর্বত্র মাস্ক পরাটাই এখন নিউ নর্ম্যাল। অনেকেই মাস্কে ডিজাইন করছেন, আনছেন অভিনবত্বও। কিন্তু সব ছাপিয়ে এখন সকলের মুখে মুখে একজনেরই নাম শোনা যাচ্ছে। পুনে জেলার পিম্পরি-ছিনছওয়াডের বাসিন্দা শংকর কুরাদে। করোনার সুরক্ষা কবচ হিসেবে নিজেই তৈরি করে ফেললেন সোনার মাস্ক! এই বাজারে যার মূল্য প্রায় ২.৮৯ লক্ষ টাকা।
EiSamay.Com golden mask man
শংকর কুরাদে


এএনআইয়ের একটি সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, 'গোটাটা সোনার তৈরি হলেও, বেশ পাতলা। এরই মধ্যে কিছু ছিদ্র রয়েছে, যার ফলে শ্বাস-প্রশ্বাসে কোনও অসুবিধা হওয়ার নয়। তবে কতটা কার্যকর ক্ষমতা রয়েছে , তা আমি নিশ্চিত নই।'

সোনার তৈরি এই মাস্ক কতটা ভাইরাস প্রতিরোধকারী সে বিষয়ে মাথাব্যাথা না হলেও, শহরে বেশ সাড়া ফেলে দিয়েছেন এই গোল্ড ম্যান! শুধু যে মুখেই মাস্ক পড়েছেন তাই নয়, গলাতেও রয়েছে মোটা সোনার চেন। হাতের প্রতিটি আঙ্গুলেই রয়েছে সোনার আংটি! এমন শৌখিন মানুষকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যাবে , তা বলাই বাহুল্য।



এখনও পর্যন্ত পুনের এই শহরে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৮৪জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। অন্য়দিকে, মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮,০৫৩ জনের। তার পরেই রয়েছে দিল্লি। সেখানে মোট মৃত ২,৮০৩।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও ২২ হাজার ৭৭১ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি।

মাস্ক কিনতে গিয়ে সোনার গহনা-সহ ₹৪৬০০০ খোয়ালেন মহিলা!

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল