অ্যাপশহর

Prophet Row: "আপনার মন্তব্যে আগুন জ্বলছে, দেশের কাছে ক্ষমা চান", Nupur Sharma-কে নির্দেশ Supreme Court-এর

শীর্ষ আদালতের (Supreme Court) তীব্র সমালোচনার মুখে বিজেপি প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। প্রাক্তন বিজেপি মুখপাত্রকে টিভিতে এসে নিঃশর্তভাবে ক্ষমা চান

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 1 Jul 2022, 4:00 pm
সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে বিজেপি প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। পয়গম্বরকে (Prophet Row) নিয়ে তাঁর মন্তব্যে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এদিন দেশ জুড়ে তাঁর নামে বিভিন্ন থানায় দায়ের হওয়া এফআইআর দিল্লি স্থানান্তরের আর্জি নিয়ে কোর্টে পৌঁছতেই তোপের মুখে নূপুর। অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার সুপ্রিম নির্দেশ।
EiSamay.Com nupur


এদিন শীর্ষ আদালতে শুনানি শুরু হতেই তোপের মুখে পড়েন প্রাক্তন BJP মুখপাত্র। গোটা দেশের অশান্ত পরিবেশের জন্য তাঁকে দায়ী করে বিচারপতি সূর্যকান্ত বলেন, ''আপনার আলটপকা মন্তব্যে দেশে আগুন জ্বলে গিয়েছে। সারা জায়গায় যে অশান্ত পরিস্থিতি তার জন্য একা এই মহিলাই দায়ী।''একইসঙ্গে বিচারপতির নির্দেশ, ''আপনার উচিত টিভিতে এসে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন।''

Income Tax:''প্রেমপত্র পেয়েছি'', আয়কর দফতরের নোটিশ নিয়ে 'রসিকতা' Sharad Pawar-এর

গত ২৬ মে একটি টিভি-ডিবেটে নেমে বিতর্কে জড়ান বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর। দু'দিন পরে একই বিষয়ে টুইট করেন দিল্লি বিজেপির মুখপাত্র নবীন জিন্দল। এর মোটামুটি এক সপ্তাহ পরে ইসলামিক দুনিয়ার একটা বড় অংশ ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে বয়কটের হুমকি দেয়। সে দিনই দলীয় ভাবে 'সহিষ্ণুতার' বার্তা দিয়ে নূপুর-নবীনকে ছ'বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি। শুধু দেশেই নয়, নূপুরের মন্তব্যের জেরে আন্তর্জাতিক স্তরেও মুখ পোড়ে ভারতের। বাংলাদেশ, আরব আমিরশাহী সহ বিশ্বের একাধিক দেশ ধিক্কার জানায় প্রাক্তন বিজেপি মুখপাত্রকে। দেশের একাধিক শহরেও তাঁর মন্তব্যে অশান্তি ছড়ানোয় দায়ের হয় এফআইআর।

Covid 4th wave: করোনার রক্তচক্ষু! দৈনিক সংক্রমণ ফের ১৭ হাজার পার

নূপুর শর্মা এই ঘটনার জেরে প্রাণ সংশয় নিয়ে অভিযোগ জানালে সুপ্রিম কোর্ট বলে, "তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য বিপদজ্জনক হয়ে উঠেছেন? রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে ক্ষমতার দম্ভে যা খুশি তাই বলেছেন নূপুর।"

প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে মুখ খোলায় রাজস্থানের উদয়পুরের পোশাকনির্মাতা কানাইয়া লাল তেলির (Kanhaiya Lal Teli) প্রাণ গিয়েছে বলে অভিযোগ।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর