অ্যাপশহর

পুলওয়ামায় শোক, প্রথম সাংবাদিক বৈঠক বাতিল করলেন প্রিয়াঙ্কা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের উত্তরাংশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক করার পর, লখনউয়ে এদিনই প্রথমবার তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল।

EiSamay.Com 14 Feb 2019, 9:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি নিজে বরাবরই কম কথা বলেন। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে, দাদা রাহুল গান্ধীকেই সামনে এগিয়ে দেন। ফলে, লখনউয়ে তাঁর প্রথম সাংবাদিক বৈঠক ঘিরে কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু, শেষ মুহূর্তে সাংবাদিক বৈঠক বাতিল করেন প্রিয়াঙ্কা ভাদরা গান্ধী।
EiSamay.Com priyanka 1


বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় হামলার খবর পেয়ে, সাংবাদিকদের মুখোমুখি আর হননি। প্রিয়াঙ্কা বলেন, 'রাজনীতি নিয়ে কথা বলার এটা উপযুক্ত সময় নয়। তাই সাংবাদিক বৈঠক বাতিল করলাম।' এরপর শহিদ জওয়ানদের উদ্দেশে ২ মিনিট নীরবতা পালন করেন।

#TimesMegaPoll: নমো'র ৫ বছর: দেশের 'মন কি বাত' কী?

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের উত্তরাংশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক করার পর, লখনউয়ে এদিনই প্রথমবার তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল।

আরও পড়ুন: কাশ্মীরের সবচেয়ে ন্যক্কারজনক হামলা, শহিদ ৪০ জওয়ান

পুলওয়ামায় জইশের হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল