অ্যাপশহর

মহাত্মা গান্ধী ৭৩তম প্রয়াণ দিবস, শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শাহের

জাতির জনকের প্রয়াণ দিবসকে শহিদ দিবস হিসেবে পালনের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র। মহাত্মা ও সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য় এদিন ২ মিনিট নীরবতা পালনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

EiSamay.Com 30 Jan 2021, 3:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধীর ৭৩ তম প্রয়াণ দিবস। জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে 'শহিদ দিবস'। শনিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে গিয়ে একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
EiSamay.Com Mahatma Gandhi
মহাত্মা গান্ধী


এদিন সকালে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, 'মহান বাপুর পুণ্যতিথিতে আমার শ্রদ্ধার্ঘ্য। তাঁর আদর্শ লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। ভারতকে স্বাধীন করতে ভারতবাসীর উন্নতির জন্য যেসব স্বাধীনতা সংগ্রামীরা আত্মত্যাগ করেছেন তাদের কথা আমরা শহিদ দিবসে স্মরণ করছি।'

দিল্লি যাচ্ছেন রাজীব, সঙ্গী রুদ্রনীল-বৈশালী-প্রবীর-রথীন


টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, 'গোটা দেশের তরফে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজকের দিনে তিনি শহিদ হন। তাঁর শান্তি, অহিংসার বার্তা, সারল্য, মহৎ উদ্দেশ্য এবং নম্রতা থেকে শিক্ষা নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন। আসুন সবাই তাঁর সেই দেখানো সত্যতা ও ভালবাসার পথে চলি।'


শহিদ দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ নির্দেশিকা দেয়, এদিন সকাল ১০:৫৯ থেকে ১১:০১ মিনিট ধরে দেশজুড়ে সাইরেন বাজাতে হবে। এরপরেই দু'মিনিটের নীরবতা পালনের কথা বলা হয় নির্দেশিকায়। সাইরেন শুনেই সেই মতো এদিন শুরু হয় নীরবতা পালন। এই কাজ বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র। দুই মিনিটের শেষে টানা এক মিনিট পর্যন্ত বাজতে থাকে সাইরেন।

১৯৪৮ সালে ৩০ জানুয়ারি নাথুরাম গডসের (Nathuram Godse) গুলিতে প্রাণ হারান মোহনদাস করমচাঁদ গান্ধী (Mahatma Gandhi)। দিল্লির বিড়লা হাউস অর্থাৎ বর্তমানে সবাই যাকে চেনে গান্ধী হাউস বলে জানে সেখানেই গুলি করা হয় বাপুকে। সেদিন বিকেল ৫টা ১২ মিনিট নাগাদ গান্ধীজি প্রার্থনাসভায় যাচ্ছিলেন। পূর্ব পরিকল্পনা মতো আচমকাই তাঁর রাস্তা আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রে়ঞ্জ থেকে মহাত্মার উপর একের পর এক গুলি চালান ৩৪ বছর বয়সী হিন্দু মহাসভার সদস্য নাথুরাম। সেখানেই লুটিয়ে পড়েন গান্ধীজি। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল