অ্যাপশহর

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক রাহুল গান্ধীর, তুঙ্গে জল্পনা

প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বৈঠক। দিল্লিতে দু'জনের এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কোন রাজনীতিক সমীকরণের ইঙ্গিত?

EiSamay.Com 13 Jul 2021, 9:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবারের এই বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিশেষত, পঞ্জাব, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে এই বৈঠক নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিন দিল্লিতে দু'জনের মধ্যে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। ছিলেন শীর্ষনেতা কেসি ভেনুগোপালও। রাহুল-প্রিয়ঙ্কা-পিকের বৈঠকে ছিলেন পঞ্জাবে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াতও। রাহুল গান্ধীর বাসভবনেই এই বৈঠক হয়।
EiSamay.Com prashant kishore meets rahul gandhi
ফাইল ফটো।


উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সম্প্রতি প্রশান্ত কিশোরকে ভোটকুশলী হিসেবে নিযুক্ত করেছেন।
ফের বৈঠক শরদের সঙ্গে, এবার কি পাওয়ার করিডরে প্রশান্ত কিশোর?
প্রশান্ত কিশোরকে ঘিরে জল্পনা যেন থামছেই না। কয়েকদিনের ব্যবধানেই সম্প্রতি NCP নেতা শরদ পাওয়ারের সঙ্গে দু'বার পিকের সাক্ষাৎ ঘিরে জল্পনা ক্রমশ জোরালো হয়ে ওঠে। 'মিশন ২০২৪' নিয়ে চর্চার আবহে পাওয়ারের সঙ্গে পিকের বৈঠককে ঘিরে জোর চর্চা শুরু হয় রাজনীতির ময়দানে। গত ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের মুম্বইয়ের বাসভবনে তাঁরা বৈঠক করেন। পিকে-পাওয়ারের দ্বিতীয় সাক্ষাৎ হয় দিল্লিতে।

মিশন বাংলার পর তা হলে কি এ বার মিশন ২০২৪? ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে NCP নেতা শরদ পাওয়ারের বৈঠক উস্কে দেয় এই জল্পনাই। মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রশান্ত। প্রায় তিন ঘণ্টার লাঞ্চ-বৈঠকের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি কেউই। পাশাপাশি শরদ পাওয়ারের টিমের জন্য পিকে কোনও দায়িত্ব নিচ্ছেন কিনা, সে নিয়েও জল্পনা চলছে। আর এবার রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক যেন জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

২০২৪-এ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের লোকসভা নির্বাচনও। জল্পনা দানা বাঁধছে, তবে কি মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস শিবিরের হয়ে ঘুঁটি সাজাবেন প্রশান্ত? নাকি লোকসভা ভোটে বিরোধী জোট মজবুত করতে কংগ্রেসের হয়ে কাজ করবেন পিকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার সাফল্যের পর এবার পিকের পরামর্শ নেবেন গান্ধী পরিবারও?
বিরোধীদের মেগা বৈঠকের আগে তৃতীয় ফ্রন্টের জল্পনা ওড়ালেন পাওয়ারও
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও এমকে স্ট্যালিনের বিপুল জয়ের পিছনে বড় ভূমিকা ছিল প্রশান্তের। তাই যে সব বিরোধী নেতা মমতা ও স্ট্যালিনকে সমর্থন করেছিলেন, তাঁদের সকলের সঙ্গেই নাকি দেখা করে ধন্যবাদ জানাবেন প্রশান্ত। যদিও বাংলায় কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া রয়েছে বামেদের। সে ক্ষেত্রে রাহুল গান্ধীর এই বৈঠকের পর বামেদের প্রতিক্রিয়ার দিকেও তাকিয়ে সকলে।

রিফ্রেশ করতে থাকুন...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল