অ্যাপশহর

গুরগাঁওয়ের স্কুলছাত্র খুনের তদন্ত CBI-কে

গুরগাঁওয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুমান ঠাকুর (৭) খুনের ঘটনায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার।

EiSamay.Com 15 Sep 2017, 6:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গুরগাঁওয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুমান ঠাকুর (৭) খুনের ঘটনায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার।
EiSamay.Com pradyuman murder case haryana cm manohar lal khattar orders cbi probe
গুরগাঁওয়ের স্কুলছাত্র খুনের তদন্ত CBI-কে


গত ৮ সেপ্টেম্বর স্কুল চলাকালীনই শৌচাগারে নলি কেটে খুন করা হয় ক্লাস-টুয়ের এই পড়ুয়াকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে স্কুলবাসের কন্ডাক্টরকে।

প্রদ্যুমানের মা-বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে, আগেই সিবিআই তদন্ত দাবি করেছিলেন। সেই আর্জি মেনেই শুক্রবার প্রদ্যুমান খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছিল। সেই ফুটেজে খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ঘটনার ৩৩ মিনিট পর প্রদ্যুমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। যে কারণে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সন্তুষ্ট প্রদ্যুমানের বাবা বরুণ ঠাকুর। 'জানি ছেলেকে ফিরে পাব না। কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের আর্জি শুনেছেন, তাতে খুশি হয়েছি।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল