অ্যাপশহর

আমানতকারীদের জমা করা ১ কোটি টাকা দিয়ে IPL Betting! ধৃত পোস্ট অফিস আধিকারিক

আমানতকারীদের জমা করা টাকা দিয়ে আইপিএল বেটিং(IPL Betting) ! ধৃত পোস্ট অফিস আধিকারিক। ২০ জনেরও বেশি গ্রাহকের অভিযোগ পেয়ে পদক্ষেপ পুলিশের। কমপক্ষে ২৪ পরিবারের জমা সঞ্চয় দিয়ে জুয়া খেলার অভিযোগ

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 28 May 2022, 12:18 am
আইপিএল (IPL 2022) এখন চূড়ান্ত পর্বে। ইডেনে দ্বিতীয় প্লে অফে মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেট উন্মাদনাকে কাজে লাগিয়ে টাকা লুঠের জন্য জন্য সক্রিয় বেটিং চক্র। প্রশাসনের সক্রিয়তায় সামনে এল এমনই চাঞ্চল্যকর খবর। মধ্যপ্রদেশে পুলিশের হাত গ্রেফতার এক পোস্ট অফিসের কর্মী। অভিযোগ, পোস্ট অফিসের আমানতকারীদের ফিক্সড ডিপোজিটের টাকা তুলে আইপিএল বেটিং খেলেছেন তিনি।
EiSamay.Com money
Photo: Pixabay


মধ্যপ্রদেশের ওই পোস্ট অফিসের সাব পোস্ট-মাস্টার বিশাল আহিরওয়ারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন ২০ জন গ্রাহক। তারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা রাখলেও তাদের বলা হয়, টাকা রাখার কোনও প্রমাণ নেই। টাকা রাখার সমস্ত তথ্য প্রমাণও মুছে ফেলা হয় রেকর্ড থেকে।

Aryan Khan বেকসুর খালাস পেতেই বিপাকে Sameer Wankhede, পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

মধ্যপ্রদেশের সাগর জেলার বিনা টাউন বাজারিয়া পোস্ট অফিসের গ্রাহকদের অভিযোগে তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, গ্রাহকদের সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা অমিল। পুলিশ সূ্ত্রে খবর, পোস্ট অফিস থেকে আমানতকারীদের প্রায় এক কোটি টাকা তুলে আইপিএল বেটিংয়ে খাটিয়েছেন বিশাল আহিরওয়ার নামের ওই সাব পোস্টমাস্টার।


জাতীয় দলে Rishabh Pant-এর ভবিষ্যত কী? বড়সড় মন্তব্য Virender Sehwag-এর
বেশকিছু তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই সাব পোস্টমাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ৯ জন গ্রাহক পোস্টঅফিসে টাকা তুলতে গিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই। এমনকি যে টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তারও কোনও রেকর্ড নেই। পাস বইয়ে উল্লেখ থাকলেও পোস্ট অফিসের সফটওয়্যারে কোনও রেকর্ড নেই।

পুলিশ সূত্রে খবর, জেরার মুখে বিয়সাল আহিরওয়ার স্বীকার করেছেন আমানতকারীদের ওই টাকা তুলে তিনি Indian Premier League (IPL) match-এ বেটিং করেছেন। ভেবেছিলে জিতে সব টাকা ফিরিয়ে দেবেন কিন্তু তিনি সব টাকা হেরে যান। এমন বেটিং কেলেঙ্কারি সামনে আসতেই চাঞ্চল্য মধ্যপ্রদেশে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর