অ্যাপশহর

শীতের দিল্লিতে দূষণে মরছে ৩০,০০০

AIIMS-এর রেসপিরেটরি ক্লিনিকে রোগীর সংখ্যা এবার অন্তত ২০% বেড়েছে ।

EiSamay.Com 10 Nov 2017, 8:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতি শীতে শুধু দূষণের কারণেই রাজধানী দিল্লিতে ২৫ থেকে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। পরিসংখ্যান দিয়ে এমনটাই দাবি করলেন 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস' (AIIMS)-এর ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া।
EiSamay.Com pollution kills 30000 in delhi ncr each winter
শীতের দিল্লিতে দূষণে মরছে ৩০,০০০


AIIMS-এর রেসপিরেটরি ক্লিনিকে রোগীর সংখ্যা এবার অন্তত ২০% বেড়েছে বলে তিনি জানিয়েছেন। রোজই প্রচুর রোগী আসছেন শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে।

অবস্থা এতটাই ভয়াবহ দিকে যাচ্ছে, এইমস প্রধানের কথায়, 'যাঁরা জীবনে কোনও দিন ধূমপান করেননি, তাঁদের ফুসফুসের অবস্থাও ধূমপায়ীদের মতো হয়ে যাচ্ছে।

রাজধানীতে প্রতিবছর দূষণ যে-হারে বেড়ে চলেছে, তাতে শুধু শ্বাসেরই সমস্যা নয়, সেইসঙ্গে স্ট্রোক ও হার্ট অ্যাটাকও বাড়বে বলে তিনি সতর্ক করেছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল