অ্যাপশহর

দূষণে জেরবার! চিরতরে শহর ছাড়তে চান ৩৫% দিল্লিবাসী

LocalCircles-এর করা এক জনমত সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে।

EiSamay.Com 14 Nov 2018, 7:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বায়ু দূষণের গ্রাসে দিল্লি। এই পরিস্থিতিতে চিরদিনের মতো শহর ছাড়তে চান জাতীয় রাজধানী অঞ্চলের প্রায় ৩৫ শতাংশ বাসিন্দা। সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রতিষ্ঠান LocalCircles-এর করা এক জনমত সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। দিল্লি এবং গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ ও গাজিয়াবাদ-সহ জাতীয় রাজধানী অঞ্চলের অংশবিশেষে সমীক্ষাটি চালানো হয়। এতে অংশ নিয়েছিলেন ১২ হাজারের বেশি বাসিন্দা। ২৩ হাজারের বেশি ভোট পড়ে।
EiSamay.Com delhi


ভোটের ফলাফল বলছে, ৩৫% বাসিন্দা দিল্লি-NCR ছেড়ে চলে যেতে চান। আর রাজধানীতে থাকতে চাইলেও এয়ার-পিউরিফায়ার, মাস্ক এবং গাছের মতো বায়ুদূষণ রোধকারী ব্যবস্থা চান ২৬% ভোটদাতা। ১২% ব্যক্তি শুধুমাত্র 'চূড়ান্ত' দূষণের সময় দিল্লি ছাড়তে চান। বাকি ২৭ শতাংশের কাছে দূষণের বিষের মধ্যেই দিল্লিতে থাকা ছাড়া আর কোনও বিকল্প পথ নেই।

পরিবারের ওপর দূষণের প্রভাব সম্পর্কেও অংশগ্রহণকারীদের প্রশ্ন করেছিলেন সমীক্ষকরা। জবাবে ৫৭ শতাংশ ভোটার জানিয়েছেন, গত ৩ সপ্তাহে দূষণের জেরে নানা শারীরিক সমস্যা দেখা দিলেও এখনও তাঁরা কোনও চিকিৎসকের কাছে যাননি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল