অ্যাপশহর

PNB Scam: জেরা শুরু অন্য ব্যাঙ্কের কর্তাদের

ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদমর্যাদার মোট ৫ জন আধিকারিককে জেরা করেছেন CBI আধিকারিকরা।

EiSamay.Com 2 Apr 2018, 6:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পিএনবি দুর্নীতি কাণ্ডে এবার অন্যান্য ভারতীয় ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করল সিবিআই। এই সমস্ত ব্যাঙ্কের বিদেশের শাখা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 'লেটারস অফ আন্ডারস্যান্ডিং' (LoU)-এর প্রেক্ষিতে নীরব মোদীর সংস্থাকে ঋণ দিয়েছিল।
EiSamay.Com pnb scam case cbi has started questioning of senior officers of other indian banks
PNB Scam: জেরা শুরু অন্য ব্যাঙ্কের কর্তাদের


সূত্রের খবর, গত দু'দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদমর্যাদার মোট ৫ জন আধিকারিককে জেরা করেছেন। এই ৫ আধিকারিক সংশ্লিষ্ট ব্যাঙ্কের আন্তর্জাতিক কার্যকলাপ এবং ট্রেজারির দায়িত্ব সামলেছেন।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১,৮০০ কোটি টাকার দুর্নীতির তদন্তে ইতিমধ্যে এই সংস্থার একাধিক আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। যদিও এই ঘটনার মূল অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী বিদেশে গা ঢাকা দিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল