অ্যাপশহর

বই লেখায় মন দিয়েছেন মোদী, বেরোচ্ছে এ বছরই

তরুণদের পরামর্শ দিতে এবার বই লেখায় হাত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

EiSamay.Com 3 Jul 2017, 8:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তরুণদের পরামর্শ দিতে এবার বই লেখায় হাত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার চাপ কীভাবে কমাতে হবে, পরীক্ষার পর করণীয় কী, এমন নানাবিধ বিষয়ে মোদীর পরামর্শ থাকবে বইজুড়ে। কীভাবে ভবিষ্যতে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে, তা-ও জানিয়েছেন নমো। পরীক্ষার মার্কসের থেকে জ্ঞানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।
EiSamay.Com pm to write book for youth to be out later this year
বই লেখায় মন দিয়েছেন মোদী, বেরোচ্ছে এ বছরই


জানা গিয়েছে, পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া থেকে এ বছরের শেষাশেষি বইটি বেরোচ্ছে। হিন্দি-ইংরেজি-সহ বেশ কয়েকটি ভাষায় একই সঙ্গে প্রকাশিত নমোর এই বইটি।

প্রকাশনার তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর ভূমিকা এখানে অনেকটা বন্ধুর মতো। পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রধানমন্ত্রীর পরামর্শ পরীক্ষার্থীদের ভালো ফল করতে অনুপ্রাণিত করবে। মূলত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কথা ভেবেই লেখা হচ্ছে এই বইটি।

পেঙ্গুইনের তরফে জানানো হয়েছে, এই বইয়ের পরিকল্পনা স্বয়ং মোদীরই।

'মন কি বাতে'র জনপ্রিয়তাই তাঁকে এই বই লেখায় উদ্বুদ্ধ করেছে। 'মন কি বাতে'র কিছু কিছু অংশ উঠে আসবে মোদীর কলমে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল