অ্যাপশহর

নমোর পরের বাজি, কম খরচে বিমান সফর

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং কম খরচে বিমানযাত্রার স্বপ্ন পূরণ করতে বৃহস্পতিবার 'উড়ান' প্রকল্প ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

EiSamay.Com 26 Apr 2017, 10:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং কম খরচে বিমানযাত্রার স্বপ্ন পূরণ করতে বৃহস্পতিবার 'উড়ান' প্রকল্প ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
EiSamay.Com pm to launch udan scheme tomorrow
নমোর পরের বাজি, কম খরচে বিমান সফর


আঞ্চলিক পরিবহণ ব্যবস্থায় গতি আনতে শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের কম খরচের বিমানযাত্রা পরিষেবা। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, 'উড়ে দেশ কা আম নাগরিক' প্রকল্পের আঁওতায় প্রথম দফায় শুরু হতে চলেছে সিমলা-দিল্লি, কাডাপা-হায়দরাবাদ এবং নানডেড-হায়দরাবাদ বিমান উড়া পরিষেবা। আগামিকাল, বৃহস্পতিবার সিমলায় দিল্লিগামী উড়ানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

২০১৬ সালের ১৫ জুন চালু হওয়া জাতীয় অসামরিক বিমান চলাচল নীতির অধীনে গত অক্টোবর মাসে উদ্বোধন হয় উড়ান প্রকল্প। এই প্রকল্পে, এক ঘণ্টায় ৫০০ কিমি বিমান বা হেলিকপ্টার যাত্রার জন্য খরচ পড়বে ২৫০০ টাকা। ৫০০ কিমি-র বেশি দূরত্বে ভাড়াও ধার্য করা হবে একই হারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম সিমলা সফরে যাচ্ছেন নমো। এর আগে ২০০৩ সালে বিজেপি-র সভায় অংশগ্রহণ করতে তিনি এই শৈলশহরে এসেছিলেন। তবে ২০০২ সাল পর্যন্ত টানা ৮ বছর তিনি হিমাচল প্রদেশে বিজেপির সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন।

# PM Modi will launch the 'UDAN' scheme tomorrow aimed at boosting regional connectivity with low-cost flights.
# He will flag off a flight on Shimla-Delhi, Kadapa-Hyderabad and Nanded-Hyderabad sectors.
# The scheme will be launched from Shimla.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল