অ্যাপশহর

দেশের প্রথম CDS-কে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Chief of Defence staff General Bipin Rawat-কে শেষ শ্রদ্ধা জানালেন Prime Minister Modi। ছিলেন রাজনাথ সিং থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন

Lipi 10 Dec 2021, 12:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে ফুল দিয়ে CDS প্রধানকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) সহ তিন সেনাপ্রধানও শেষশ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে।
EiSamay.Com modi


এদিন সন্ধ্যাতেই তামিলনাড়ুর কুন্নর থেকে বিশেষ বিমানে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছেছে CDS প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১১ জন জওয়ানের দেহ। তারপর রাত নটা নাগাদ পালাম বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে CDS প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ কপ্টার দুর্ঘটনায় নিহত আরও ১১ জনকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও তাঁদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌ-প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং বায়ুসেনা প্রধান চিফ মার্সাল V.R চৌধুরীও CDS বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১১ জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সিডিএস প্রধান ও তাঁর স্ত্রী সহ কপ্টার দুর্ঘটনায় নিহত ১১ জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সিডিএস প্রধানের পরিবার সহ নিহত অন্যান্যদেরও পাশে থাকার আশ্বাস দেন তিনি।



সেনা সূত্রে খবর, প্রয়াত CDS জেনারেল বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত সেনা স্ত্রী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। তাই তাঁর দেহও এদিন রাতে সিডিএস প্রধানের সঙ্গে পালাম বায়ুসেনা ঘাঁটিতে রাখা হচ্ছে। এছাড়া ব্রিগেডিয়ার L.S লিডারের দেহও পালাম বায়ুসেনা ঘাঁটিতে থাকছে।

Omicron আতঙ্কে দেশে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান

এদিন সকালেই সেনার তপরফে জানানো হয়েছে, CDS জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার L.S লিডার এবং ল্যান্স নায়ের বিবেক কুমার দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই চারজনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তারপর শুক্রবার দিল্লির ক্যান্টনমেন্টে CDS প্রধান ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। সস্ত্রীক সিডিএস প্রধান সহ ১৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে এদিন সংসদের দুই কক্ষেই দু-মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যদিকে, CDS-এর কপ্টার দুর্ঘটনার কারণ খুঁজতে ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এই তদন্তের নেতৃত্বে থাকবেন বায়ুসেনার কম্যান্ডিং-ইন-চিফ ট্রেনিং কম্যান্ড এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। এদিন দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। সেটি ইতিমধ্যে ফরেন্সিক তদন্তে পাঠানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল