অ্যাপশহর

২৬/১১ ধাঁচে হামলার ছক পণ্ড কাশ্মীরে, সেনা-প্রশংসা মোদীর

এদিন জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী৷ তাঁদের সতর্কবার্তা, শীতের শুরুতে যখন উপত্যকায় বরফ পড়া শুরু হয়, সেই সময়ে পাকিস্তানের দিক থেকে লাগাতার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালানো হবে। নিয়ন্ত্রণরেখা লাগোয়া পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় অবস্থিত জঙ্গি শিবিরগুলি কী ভাবে ধ্বংস করা যায়, সে বিষয়ে পরিকল্পনাও করবেন দোভাল৷

Ei Samay 21 Nov 2020, 10:07 am
এই সময়: জম্মু-কাশ্মীরের নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চার জৈশ জঙ্গি ২৬/১১-র ধাঁচে আরও একটি বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল৷ এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই৷ সময়োচিত হস্তক্ষেপ এবং সাহসের জন্য নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করে শুক্রবার তিনি টুইট করেছেন, 'আমাদের নিরাপত্তারক্ষীরা আরও একবার তাঁদের সাহসিকতা এবং পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। তাদের সতর্কতার জন্যই জম্মু-কাশ্মীরে তৃণমূল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত রোখা সক্ষম হয়েছে।'
EiSamay.Com Nagrota encounter
নাগরোটা এনকাউন্টারের ছবি।


কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই। কারণ গোয়েন্দা সূত্রে খবর, মুম্বই হামলার ১২ বছর পর ফের জঙ্গিরা আঘাত হানতে পারে ভারতের উপর। মারাত্মক অস্ত্রসম্ভার বহন করে নিয়ে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নাগরোটায় চারজন জৈশ জঙ্গির মৃত্যুর পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রধানরাও৷ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলেও বিশেষ জোর দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার উপরে৷

সাম্প্রতিক কালে যে ভাবে উপত্যকার বিভিন্ন প্রান্তে বেড়েছে জঙ্গি হামলার ঘটনা, তাতে অদূর ভবিষ্যতে উপত্যকায় যাতে বড় কোনও নাশকতা না-ঘটে, তার জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে যে কোনও রকম প্ররোচনা এলে দ্রুত তার যোগ্য জবাব দিতে হবে৷ মোদীর কথায় স্পষ্ট, উপত্যকার গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করে নতুন করে অশান্তির বীজ বপন করার যে ছক রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের, তা কোনও ভাবেই সফল হতে দেওয়া যাবে না৷ সূত্রের খবর, এদিন জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী৷ তাঁদের সতর্কবার্তা, শীতের শুরুতে যখন উপত্যকায় বরফ পড়া শুরু হয়, সেই সময়ে পাকিস্তানের দিক থেকে লাগাতার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালানো হবে।

সূত্রের খবর, নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে কাশ্মীরে যাবেন অজিত দোভাল নিজেই৷ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ নতুন করে উস্কে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সীমান্তপার থেকে, সেই পরিকল্পনা প্রতিহত করে উপত্যকার বিস্তীর্ণ অংশে স্থানীয় নির্বাচনের পটভূমিকা তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাঁধেই৷ ৩৭০ ধারা বিলুপ্তির পরে গোটা উপত্যকা যখন চাপা উত্তেজনায় ফুটছে, তখন টানা বেশ কিছু দিন কাশ্মীরে থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ওই সিদ্ধান্তের উপযোগিতা প্রচার করেছিলেন দোভাল৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারে এ বার একই রকম ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। নিয়ন্ত্রণরেখা লাগোয়া পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় অবস্থিত জঙ্গি শিবিরগুলি কী ভাবে ধ্বংস করা যায়, সে বিষয়ে পরিকল্পনাও করবেন দোভাল৷

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল