অ্যাপশহর

জেটলির জীবনাবসানে শোকের ছায়া, শোকবার্তা মোদী-শাহ-মমতার

অরুণ জেটলি রাজনীতির মহীরুহ ছিলেন বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বুদ্ধিমত্তার অসাধারণ বিকাশ ঘটেছিল বলেও মন্তব্য করেন মোদী।

EiSamay.Com 24 Aug 2019, 2:50 pm

হাইলাইটস

  • জেটলির মৃত্যুর তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • জেটলিকে অসমসাহসী বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন।
EiSamay.Com ArunJaitley
জেটলির জীবনাবসানে শোকের ছায়া
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতিতে ফের নক্ষত্র পতন। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই জীবনাবসান হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় রাজনীতিতে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ শোক প্রকাশ করেছেন দেশের প্রায় সব মহলের নেতৃত্বই। শোকবার্তা জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অরুণ জেটলি রাজনীতির মহীরুহ ছিলেন বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বুদ্ধিমত্তার অসাধারণ বিকাশ ঘটেছিল বলেও মন্তব্য করেন মোদী। জেটলির স্ত্রী ও ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।




জেটলির মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু।


দেশের অর্থনীতিকে অন্ধকার থেকে উদ্ধার করার জন্য দেশ তাঁকে সব সময় মনে রাখবে বলে ট্যুইট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।



সাধারণ মানুষের জীবনে জেটলির অবদান বরাবর উজ্জ্বল হয়ে থাকবে বলে ট্যুইট করেছেন সনিয়া গান্ধী। তাঁর এই অসময়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।


জেটলির মৃত্যুর তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক অসাধারণ বাগ্মীকে দেশ হারাল বলে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।


জেটলিকে অসমসাহসী বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন। জেটলি সব রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য ছিলেন বলেও জানান মমতা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল