অ্যাপশহর

প্রাথমিক শঙ্কা পেরিয়ে বাড়ছে করতারপুরের তীর্থযাত্রীদের সংখ্যা

ইচ্ছুক তীর্থযাত্রীদের যাতে সফরে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। আবেদনকারী শিখরা যাতে দ্রুত ভিসা পান তা সুনিশ্চিত করা হয়েছে মন্ত্রকের তরফে।

EiSamay.Com 18 Nov 2019, 11:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুরুতে তেমন সাড়া না পেলেও, ধীরে ধীরে করতারপুর সাহিব গুরুদ্বারে যাওয়া বেড়েছে ভারতের তীর্থযাত্রী এবং পর্যটকদের।
EiSamay.Com Pilgrims grow at Kartarpur on weekends, 24 November to see 1,800 visitors from india
বাড়ছে করতারপুরের তীর্থযাত্রীদের সংখ্যা


যদিও করতারপুর করিডোর শুরুর আগে দু’দেশেরই আশা ছিল প্রতিদিন কয়েক হাজার তীর্থযাত্রী যাবেন, কিন্তু বাস্তবে এতদিন তা হয়নি।অন্যান্য দিনের তুলনায় রবিবার, ১৭ নভেম্বর সীমান্ত পেরিয়ে করতারপুর সাহিব গিয়েছিলেন ৬৭১ জন তীর্থযাত্রী।তবে প্রশাসনিক সূত্রের খবর, আগামী ২৪ নভেম্বর এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৮০০-এ। সরকারি তথ্য অনুযায়ী শিখসম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠান এবং সপ্তাহান্তে বেশি ভিড় হচ্ছে করতারপুর সাহিবে। ১২ নভেম্বর গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকীতে ৫৪৬ জন ভারতীয় তীর্থযাত্রী পাকিস্তানে স্থিত করতারপুর সাহিব গিয়েছিলেন।

তথ্য থেকে জানা গিয়েছে ১০ নভেম্বর রবিবার ২২৯ জন তীর্থযাত্রী করতারপুর গিয়েছিলেন ভারত থেকে। ১১ নভেম্বর সেই সংখ্যা ছিল ১২২, ১৩ নভেম্বর ২৭৯,১৪ নভেম্বর ২৪১,১৫ নভেম্বর ১৬১ এবং ১৬ নভেম্বর ৪০২ জন।

ইচ্ছুক তীর্থযাত্রীদের যাতে সফরে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। আবেদনকারী শিখরা যাতে দ্রুত ভিসা পান তা সুনিশ্চিত করা হয়েছে মন্ত্রকের তরফে। গত কয়েক মাসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্বুদ্ধ করেছেন এই তীর্থযাত্রায় যাওয়ার জন্যে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল