অ্যাপশহর

বাংলার জনধনে জমার হিড়িক

ব্যাঙ্কগুলিতে জনধন অ্যাকাউন্টে আমানত জমা করার হিড়িক শুরু হয়েছে

EiSamay.Com 24 Nov 2016, 9:45 am
এই সময় : ৯ নভেম্বর থেকে সারা দেশে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর ব্যাঙ্কগুলিতে জনধন অ্যাকাউন্টে আমানত জমা করার হিড়িক শুরু হয়েছে ও ওই তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷ পিটিআই জানাচ্ছে , গত ১৩ দিনে সারা দেশে জনধন অ্যাকাউন্টগুলিতে ২১ ,০০০ কোটি টাকা জমা পড়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন প্রধানমন্ত্রী জনধন যোজনার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী , ৯ নভেম্বর পর্যন্ত (অর্থাত্ যেদিন থেকে সারা দেশে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়েছে ) সারা দেশে মোট ২৫ .৫১ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ওই দিন পর্যন্ত অ্যাকাউন্টগুলিতে মোট আমানতের পরিমাণ ছিল ৪৫ ,৬৩৬.৬১ কোটি টাকা
EiSamay.Com people deposite their money in jondhon account project
বাংলার জনধনে জমার হিড়িক


পিটিআই জানিয়েছে , মঙ্গলবার অবধি জনধন অ্যাকাউন্টগুলিতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৬৩৬ কোটি টাকা! অর্থাত্, পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর গত ১৩ দিনে জনধন অ্যাকাউন্টগুলিতে আমানত বেড়েছে ২১ হাজার কোটি টাকা৷ গত ১৩ দিনে জনধন অ্যাকাউন্টে টাকা জমা পড়ার নিরিখে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ৷ আর তার পরেই রয়েছে কর্নাটক৷

পশ্চিমবঙ্গে জনধন প্রকল্পের লিড ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক নাম অপ্রকাশিত রাখার শর্তে এই সময়কে জানান , ‘গত ১৩ দিনে এ রাজ্যে জনধন অ্যাকাউন্টগুলিতে মোট কত টাকা জমা পড়েছে তা এই ভাবে বলা সম্ভব নয়৷ কেননা , প্রতিটি ব্যাঙ্ক তাদের জনধন অ্যাকাউন্টের তথ্য সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠায় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই সমস্ত তথ্য একত্রিত করে তা পিএমজেডিওয়াই -এর ওয়েবসাইটে প্রকাশ করে৷ ’এই প্রতিবেদন লেখার সময় অবধি ওই ওয়েবসাইটে ৯ নভেম্বরের পর কোনও তথ্য আপডেট করা হয়নি৷

ওয়েবসাইট অনুযায়ী , ৯ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ২ কোটি ৪৩ লক্ষ ৮৭ হাজার ৩৬৮টি জনধন খোলা হয়েছিল , যার মধ্যে ৪৪ লক্ষ ৯৪ হাজার ১৬৯টিই ছিল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (অর্থাত্, যে অ্যাকাউন্টগুলিতে কোনও টাকাই জমা নেই )৷ অ্যাকাউন্টগুলিতে আমানতের পরিমাণ মোট ৬,২৮৬ .৬৫ কোটি টাকা৷ গত বছর ১৫ অগস্ট থেকে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলা শুরু করে কেন্দ্রীয় সরকার৷ ইউবিআইয়ের আধিকারিকটি জানান , ‘বিশ্বের সবচেয়ে বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কেন্দ্রীয় সরকারের গিনেস বুকে নাম তোলার স্বপ্নপূরণ করতে গিয়ে ব্যাঙ্কগুলি ১৫ অগস্ট , ২০১৫ -এর পর খোলা সব নতুন অ্যাকাউন্টই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট বলে চালিয়ে দেয়৷

এখন দেখতে হবে , পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টগুলিতে কত টাকা জমা পড়ছে৷ সেই তথ্য না জানলে বলা যায় না , জনধন অ্যাকাউন্টগুলিকে এখন কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হচ্ছে বা ওই অ্যাকাউন্টগুলিতে কালো টাকা জমা পড়ছে৷ ’উল্লেখ্য , জনধন অ্যাকাউন্টে এককালীন ৫০ ,০০০ টাকার বেশি জমা করা যায় না৷ ওই ব্যাঙ্ক আধিকারিক জানান , ‘দেশের মোট জনধন অ্যাকাউন্ট এবং ওই অ্যাকাউন্টে জমা আমানতের মধ্যে এ রাজ্যের অংশিদারিত্ব ৮ শতাংশ৷ ’ এ দিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন , ‘জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টগুলিতে হঠাত্ করে টাকা জমা পড়ার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে সরকার৷ আমরা অভিযোগ পাচ্ছি , বেশ কিছু জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টে হঠাত্ করে প্রচুর টাকা জমা পড়ছে৷ সেই কারণেই

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল