অ্যাপশহর

কোয়ারানটিন সেন্টারের বাইরে দেদার বিকোচ্ছে চা-বিস্কুট-জল! ভাইরাল ভিডিয়ো দেখুন এখানে...

এমনটা বোধহয় ভারতেই সম্ভব। যেখানে সারা দেশ করোনার ত্রাসে ত্রস্ত, সেখানে কোয়ারানটিন সেন্টারের আক্রান্তরাই কোনও নিয়মবিধি না মেনে রাস্তার ধার থেকে বিস্কুট, চা, জলের বোতল কিনছেন

EiSamay.Com 27 Apr 2020, 5:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের কোয়ারানটিন সেন্টার রাখা হয়েছে, কারণ, ওই আক্রান্তদের থেকে আর কোনও সংক্রমণ না ছড়িয়ে পড়ে। কিন্তু আগ্রার একটি কোয়ারানটিন সেন্টারের চিত্রটি একদম আলাদা।
EiSamay.Com agra centre
আগ্রার সেই বিতর্কিত কোয়ারানটিন সেন্টার


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগ্রার একটি কোয়ারানটিন সেন্টারের। যেখানে দেখা গিয়েছেন, সেন্টারের আবাসিকরে পিছনের গেটে বাইরে থেকে দেওয়া হচ্ছে জলের বোতল, বিস্কুটের প্যাকেট, এমনকি চা-ও। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই সেন্টারের আক্রান্তরা সোশ্যাল ডিসট্যান্সিংকে জাস্ট উড়িয়ে দিয়ে হামলে পড়ে সেই সব নিতে ব্যস্ত হয়ে পড়ছেন।

এমনটা বোধহয় ভারতেই সম্ভব। যেখানে সারা দেশ করোনার ত্রাসে ত্রস্ত, সেখানে আক্রান্তরাই কোনও নিয়মবিধি না মেনে রাস্তার ধার থেকে বিস্কুট, চা, জলের বোতল কিনছেন। ভিডিয়োতে যিনি জলের বোতল, বিস্কুটের প্যাকেট দিচ্ছেন, তিনি পিপিই স্যুট পড়েই ছিলেন। কিন্তু আক্রান্তদের এমন আচরণ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।


আসলে এই সেন্টারের ২টি ভিডিয়ো সামনে এসেছে। আরেকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা অভিযোগের বলছেন, এই সেন্টারে কোনও ব্যবস্থাই নাকি নেই। নেই জল, নেই খাবারও। চরম বিশৃঙ্খলার মধযেই তাঁরা সেন্টারের মধ্যে থাকছেন। তাই বাইরের লোকের থেকে বিস্কুটের প্যাকেট, জলের বোতল কিনতে হচ্ছে তাঁদের।

ঘটনার বিভত্‍সতা আঁচ করতে পারছেন না কেউই। ২ বিতর্কিত ভিডিয়ো সামনে আসলে জেলাশাসক প্রভু এন সিং জানিয়েছেন, এই ঘটনার পর সেন্টার পরিদর্শনে যাওয়া হয়েছিল। তারপরই সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন কোনও অসুবিধা নেই। এমন ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল