অ্যাপশহর

জামিনের আর্জি খারিজ, চাপে প্রশান্ত কিশোর

কনটেন্ট চুরির দায়ে প্রশান্ত কিশোর! অভিযোগ গড়িয়েছে আদালতে। জনৈক ব্যক্তির দায়ের করা মামলায় শনিবার জামিনের আর্জি খাজির হয়ে গিয়েছে এই রাজনৈতিক কৌশলীর। প্রশান্তর সঙ্গে তাঁর এক কর্মীও কনটেন্ট চুরির দায়ে অভিযুক্ত।

EiSamay.Com 8 Mar 2020, 4:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতারণা এবং জালিয়াতি বিষয়ক একটি মামলায় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল পটনার এক আদালত।
EiSamay.Com Prashant-Kishor-not-to-campaign-for-anyone-in-2019


বহিষ্কৃত জনতা দল ইউনাইটেড (জেডি-ইউ) নেতা প্রশান্ত কিশোর ও তাঁর কর্মী ওসামার বিরুদ্ধে কন্টেন্ট চুরির অভিযোগ এনে একটি জালিয়াতির মামলা দায়ের করেছিলেন শাশ্বত গৌতম নামে জনৈক এক ব্যক্তি। তাঁর অভিযোগ, 'বাত বিহার কি' প্রচারের জন্য ব্যবহৃত কিছু কন্টেন্ট তাঁর নিজের।

ওই ব্যক্তি প্রশান্তর বিরুদ্ধে বিহারের পাটুলিপুত্র থানায় এফআইআর দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতে প্রশান্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা এবং আসাধু ভাবে কোনও ব্যক্তির সম্পত্তির হস্তান্তর), ৪০৬ ধারা (অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘনের সাজা)-য় এফআইআর দায়ের হয়।

অভিযোগপত্রে গৌতম দাবি করেন, তিনি একই ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, কয়েক দিনের মধ্যেই যেটির আত্মপ্রকাশ ঘটবে। এফআইআরে প্রশান্ত কিশোর ছাড়াও ওসামা নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। গৌতমের অভিযোগ, ওসামা চাকরি থেকে পদত্যাগ করার আগে তাঁর সঙ্গে ‘বিহার কি বাত’ নিয়ে কাজ করছিলেন।

এই মামলায় আগাম জামিন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোর শনিবার সিটি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনের উপর শুনানি শেষে আদালত তা প্রত্যাখ্যান করে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল