অ্যাপশহর

ঘুমাচ্ছে বাবা-মা, জলভর্তি বালতিতে পড়ে মৃত্যু শিশুর

তিন দিন আগেও সবার অলক্ষ্যে বাথরুমে চলে যায় শিশুটি। পরে বাবা-মায়ের চোখে পড়ে গেলে সে যাত্রায় বেঁচে যায় সে। বাবা-মায়ের এক মাত্র সন্তান ছিল ওই তিন বছরের একরত্তি। নতুন শিক্ষাবর্ষেই সে স্কুলে ভর্তি হয়েছিল বলে জানিয়েছে তাঁর বাবা-মা।

EiSamay.Com 17 Jun 2019, 12:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ওষুধ খাওয়ার পর ঘুমিয়েইছিল ৩ বছরের শিশুটি। পাশে শুয়ে ছিল বাবা-মা। ঘুম থেকে উঠে বাবা-মাকে না ডেকেই নিজে নিজে বাথরুমে চলে গিয়েছিল। তারপরই নিজের অজান্তেই জলভর্তি বালতিতে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোপালের মিসরোদ এলাকায়।
EiSamay.Com D3


শনিবারের এই ঘটনায়র পর পুলিশ জানিয়েছে, ঘুম থেকে উঠে পাশে মেয়ে নেই দেখে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। তারপরই বাথরুমে বালতির জলের মধ্যে মেয়েকে দেখতে পেয়ে তড়ঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। পরে ময়নাতদন্তের পর পুলিশ অভিভাবকদের হাতে শিশুর দেহ তুলে দেয়।

পুলিশ এও জানিনয়েছে, তিন দিন আগেও সবার অলক্ষ্যে বাথরুমে চলে যায় শিশুটি। পরে বাবা-মায়ের চোখে পড়ে গেলে সে যাত্রায় বেঁচে যায় সে। বাবা-মায়ের এক মাত্র সন্তান ছিল ওই তিন বছরের একরত্তি। নতুন শিক্ষাবর্ষেই সে স্কুলে ভর্তি হয়েছিল বলে জানিয়েছে তাঁর বাবা-মা।

খবরটি ইংরেজিতে পড়ুন এখানে...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল