অ্যাপশহর

ভ্রান্তিবিলাস! উদ্বোধন সঙ্কেত না মেনে VIP-দের প্ল্যাটফর্মে রেখেই রওনা দিল নতুন ট্রেন

রেল আধিকারিকদের বিভ্রান্তির জেরে নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছাড়ল নয়া পালারুভি এক্সপ্রেস। আবার তাঁদের ভুলেই নতুন ট্রেনে যাত্রা করতে পারলেন না আমন্ত্রিত ভিআইপিরা।

EiSamay.Com 20 Apr 2017, 7:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রেল আধিকারিকদের বিভ্রান্তির জেরে নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছাড়ল নয়া পালারুভি এক্সপ্রেস। আবার তাঁদের ভুলেই নতুন ট্রেনে যাত্রা করতে পারলেন না আমন্ত্রিত ভিআইপিরা।
EiSamay.Com palaruvi express inauguration
ভ্রান্তিবিলাস! উদ্বোধন সঙ্কেত না মেনে VIP-দের প্ল্যাটফর্মে রেখেই রওনা দিল নতুন ট্রেন


গত ১৯ এপ্রিল উদ্বোধন হওয়ার কথা ছিল কোল্লাম-পুনালুর পালারুভি এক্সপ্রেসের। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করার কথা ছিল রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তিনি সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার নির্দেশ দিতেই পুনালুর স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাত্রা শুরু করে পালারুভি এক্সপ্রেস। কিন্তু একটু পরেই ভুল ধরা পড়ে। জানা যায়, অন্য একটি ট্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা ভুল বুঝে নতুন ট্রেনটি ছেড়ে দেন।

এদিকে প্ল্যাটফর্মে সবুজ পতাকা হাতে অপেক্ষায় ছিলেন কেরালা মন্ত্রিসভার সদস্য কে রাজু, সাংসদ কোদিক্কুন্নিল সুরেশ ও এন কে প্রেমাচন্দ্রন। কথা ছিল, রেলমন্ত্রীর সঙ্কেত পাওয়ার পরে তাঁরা নতুন ট্রেনটির সফর শুরুর নির্দেশ দেবেন। নিজেদের ভুল বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে প্ল্যাটফর্মে ফেরত আনেন আধিকারিকরা। এবার উপস্থিত রাজ্যমন্ত্রী ও সাংসদরা পতাকা দুলিয়ে নির্দেশ দিলে ফের স্টেশন ছাড়ে পালারুভি এক্সপ্রেস।

প্রহসন অবশ্য এতেই শেষ হয়নি। পয়লা সফরে নয়া ট্রেনটির যাত্রী হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন বেশ কিছু ভিআইপি। ট্রেন ছাড়ার সময় জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলে তাঁরা সম্মান প্রদর্শনের জন্য প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে পড়েন। কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার অপেক্ষা না করেই হতবাক অভ্যাগতদের চোখের সামনে দিয়ে আবার স্টেশন ছেড়ে চলে যায় পালারুভি এক্সপ্রেস। ঘটনায় ক্ষুব্ধ ভিআইপিরা স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানান।

স্টেশন ম্যানেজারের ফোন পেয়ে পরবর্তী স্টেশন অবনীশ্বরমে দাঁড় করানো হয় পালারুভি এক্সপ্রেসকে। পুনালুর স্টেশন থেকে গাড়িতে সেখানে পৌঁছান ভিআইপিরা। তাঁরা কামরায় ওঠার পরে ফের যাত্রা শুরু করে নতুন ট্রেন।

খবরটি মালয়ালমে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল