অ্যাপশহর

পাকিস্তানের নোংরা খেলা, প্রিয়াঙ্কা কেন রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূত? প্রশ্ন তুলে জলঘোলা...

জনসমক্ষে প্রিয়াঙ্কা কিছুদিন আগেই কাশ্মীর নিয়ে ভারত সরকারের চিন্তাভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। একইসঙ্গে ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রির তরফে পাকিস্তানের উপর পরমাণু হামলার হুমকিকেও সাধুবাদ জানিয়েছেন।

EiSamay.Com 21 Aug 2019, 4:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মানবাধিকার কমিশনের তরফে রাষ্ট্রসংঘের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী শিরিন মাজারি। চিঠিতে দাবি করা হয়েছে, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে সরানোর।
EiSamay.Com 1150117922


জনসমক্ষে প্রিয়াঙ্কা কিছুদিন আগেই কাশ্মীর নিয়ে ভারত সরকারের চিন্তাভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। একইসঙ্গে ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রির তরফে পাকিস্তানের উপর পরমাণু হামলার হুমকিকেও সাধুবাদ জানিয়েছেন। এগুলির জেরে একজন শান্তি ও শুভেচ্ছার দূত হিসেবে নিজের যোগ্যতা প্রিয়াঙ্কা হারিয়েছেন বলে চিঠিকে দাবি করেছে পাকিস্তান। ট্যুইটে সেই চিঠি শেয়ারও করেছেন পাক মন্ত্রী।


কিছুদিন আগে আর্টিকল ৩৭০ ধারা বাতিলের পরই লস অ্যাঞ্জেলসে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রিয়াঙ্কাকে এক পাক মহিলা আয়েশা মালিক হিপোক্রিট বলেছিলেন। বালাকোট বিমান হানার পরই পাকিস্তানের ট্যুইট নিয়ে মন্তব্য করতে গিয়ে একথা বলেন ওই পাক মহিলা। বালাকোটের ঘটনার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা এর পর ট্যুইট করেন, জয় হিন্দ। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রণাম জানিয়েছিলেন অভিনেত্রী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল