অ্যাপশহর

কাশ্মীরের দিগবার সেক্টরে ফের গোলাবর্ষণ পাকসেনার

বারামুল্লা জেলার সোপোরে তিন আরপিএফ জওয়ান শহিদ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উপত্যকার দিগবর সেক্টরে গোলাবর্ষণ শুরু করেছে পাকিসেনা। বিনা প্ররোচনায় এই হামলার সমুচিত জবাব দিচ্ছে ভারতও।

EiSamay.Com 18 Apr 2020, 10:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় কাশ্মীরে ফের গোলাবর্ষণ শুরু করল পাকিস্তানি সেনা। শনিবার রাতে পুঞ্চ জেলার দিগবার সেক্টর লক্ষ্য করে পাকগোলা ধেয়ে আসে। প্রতিরক্ষা মুখপাত্র জানান, পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ছাউনিগুলি ছাড়াও সংলগ্ন গ্রামগুলিকে হামলার নিশানা করে পাকিস্তান। তবে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। ভারতীয় সেনার ওই মুখপাত্র জানান, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দিগবার সেক্টরে বিনাপ্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। মর্টার থেকে একাধিক শেল ছোড়া হয়েছে। হামলা চালাতে ছোট আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়। ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিচ্ছে। বেশি রাতের খবর, দু-পক্ষের গোলাগুলি চলছে।
EiSamay.Com Kashmir


করোনাতেও ‘পাক-সন্ত্রাস’? কাশ্মীরে জঙ্গি হানায় শহিদ ৩ CRPF জওয়ান

কাশ্মীরে সেনাকে এখন লড়াই চালাতে হচ্ছে করোনার বিরুদ্ধে। প্রাণঘাতী ভাইরাসের অতিমারী থেকে কাশ্মীরিদের সুরক্ষায় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে ব্যস্ত দেশের সুরক্ষা বাহিনী। সেই সুযোগে কাশ্মীর সীমান্তে উত্তেজনা তৈরি করছে পাকসেনা। গত কয়েক দিনে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। লাগাতার হামলা হচ্ছে। শুধু পাকসেনার গোলাবর্ষণ নয়, তাদের মদতে সীমান্তে জঙ্গিও জড়ো হয়েছে। কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ওই জঙ্গিরা। সম্প্রতি কেরান সেক্টরের কাছে একটি জঙ্গি দলকে ধাওয়া করে খতম করেন জওয়ানরা। নিহত হয় ৫ জঙ্গি। ভারতে ঢোকার জন্য পাক অধিকৃত কাশ্মীরের দুধনিয়ালের লঞ্চপ্যাডই ব্যবহার করছিল জঙ্গিরা। যা সম্প্রতি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

শনিবার রাতে পাকগোলাবর্ষণের আগে কাশ্মীরেরই বারামুল্লা জেলার সোপোরে সন্ত্রাসবাদী হানায় CRPF-এর ৩ জওয়ান শহিদ হয়েছেন। জানা যায়, পুলিশ ও CRPF এর যৌথ টহলদারি ভ্যানে আচমকা হামলা চালায় জঙ্গিরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল