অ্যাপশহর

করোনার চেয়ে কঠিন পঙ্গপাল-হানা পাকিস্তানে! তবু 'আপত্তি' ভারতীয় সাহায্যে!!

শুধু পাকিস্তান নয়, পঙ্গপাল রুখতে একইভাবে ২০ হাজার লিটার কীটনাশক ইরানের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি।

EiSamay.Com 10 Jun 2020, 6:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পঙ্গপাল মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল ভারত। তবে পাকিস্তানের তরফে এক্ষেত্রেও কোনও জবাব এল না। সংবাদসংস্থা ANI আজ জানিয়েছে, ভারতীয় তরফে প্রস্তাবের কোনও প্রতিক্রিয়া দেয়নি ইসলামাবাদ। প্রসঙ্গত, জুনের শেষে একই ইস্যু নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের কর্তাদের।
EiSamay.Com Locust
পঙ্গপাল হানা (প্রতীকী ছবি)


জুন থেকে নভেম্বর সময়ে পঙ্গপাল হানা এবং তা সংক্রান্ত তথ্য আদান প্রদান নিয়ে টেলিফোন-বৈঠকে বসে ভারত-পাকিস্তান। প্রতিবছরই এই বৈঠক হয়। মোট ছ'টি বৈঠকে পঙ্গপাল হানা সংক্রান্ত আলোচনা হয় দুই পড়শির।

সম্প্রতি পঙ্গপাল হানায় ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানের। এমন সময়ে সীমান্ত বরাবর কীটনাশক ছড়াতে যৌথ উদ্যোগের প্রস্তাব দেওয়া হয় ইসলামাবাদকে। এমনকী এরজন্য প্রয়োজনীয় ম্যালাথিয়ন (Malathion) কীটনাশক দেওয়ার প্রস্তাবও দিয়েছিল দিল্লি। তবে সৌজন্য দেখিয়ে এই সংক্রান্ত কোনও জবাবও দেয়নি পাকিস্তান। তবে এর জেরে দু’দেশের বৈঠক বাতিলের কোনও তথ্য মেলেনি।


প্রসঙ্গত, শুধু পাকিস্তান নয়, একইভাবে ২০ হাজার লিটার কীটনাশক ইরানের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি।

প্রসঙ্গত, মে মাসের শেষে পশ্চিম ও মধ্য ভারতের পাঁচ রাজ্য- রাজস্থান, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে দাপিয়ে বেড়িয়েছে কোটি কোটি মরুপতঙ্গের ঝাঁক। শুধু পাঁচ রাজ্য ছাড়াও সংলগ্ন একাধিক রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল