অ্যাপশহর

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ক্ষতিগ্রস্ত সীমান্তের গ্রাম

শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার অন্তর্গত হীরানগর সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাকিস্তান।

EiSamay.Com 13 Oct 2019, 11:45 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্গন করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার অন্তর্গত হীরানগর সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাকিস্তান।
EiSamay.Com Pakistan violates ceasefire


বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিনা প্ররোচনায় ভারতীয় সামরিক ছাউনি এবং হীরানগর অঞ্চলে বসবাসকারী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা। পালটা জবাব দেয় ভারতীয় জওয়ানেরা। সেনা সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত থেকে গুলিবর্ষণ শুরু হয়। চলে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। যদিও এদিনের সংঘর্ষবিরতির জেরে কোনও হতা-হতের খবর নেই।

যদিও পাক সেনার সংঘর্ষবিরতির জেরে সীমান্ত লাগোয়া এক সেনা ছাউনিতে আগুন লেগে যায়। যদিও স্থানীয় গ্রামবাসীদের সহায্য়ে দ্রুত আগুন নিভইয়ে ফেলা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ছাউনিতে আটকে পরা গবাদিপশুদেও দ্রুত উদ্ধার করে সেনা ও স্থানীয়রা। একইসঙ্গে সীমান্তের পাশে থাকা স্থানীয়দের বাড়ি-ঘরের বেশ ক্ষতি হয়েছে এদিনের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল