অ্যাপশহর

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, রাজৌরিতে গোলাবর্ষণ

কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকসেনার রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিনা প্ররোচনায় গত মাসখানেক ধরে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তানি সেনা। মঙ্গলবার রাতেও ফের রাজৌরিতে গোলাগুলি ছোড়ে।

EiSamay.Com 6 May 2020, 10:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় মঙ্গলবার রাতে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি ছোড়ে পাকসেনা।
EiSamay.Com LOC


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজৌরির মাজাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, ফের গোলাগুলি ছোড়ে পাকিস্তান। মর্টার থেকে শেল ছোড়ার পাশাপাশি ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়।

রাতের খবর, কড়া প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা। এলওসি তে সংঘর্ষবিরতি নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি বারেবারে লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা।

জম্মু-কাশ্মীর পৃথক রাজ্যের মর্যাদা হারানোর পর থেকেই উপত্যকায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে তা আরও বাড়ে। তবে, গত একমাস ধরে বিনা প্ররোচনা প্রায় রোজই পাকসেনা গোলাবর্ষণ করে, কাশ্মীর সীমান্তে উত্তেজনা জিইয়ে রেখেছে।

প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, কোভিড-এর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত সেনা। সেই সুযোগ কাজে লাগিয়ে, রাতের অন্ধকারে মাঝেমধ্যেই হামলা করছে পাকসেনা।

ভারতীয় সেনা সূত্রে খবর, চলতি বছর জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত কমপক্ষে ১,৫৫০ বার বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিয়ে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল