অ্যাপশহর

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের, গোলাবর্ষণ বন্ধ না-হলে প্রত্যাঘাত

ভারতীয় সেনাও হাত গুটিয়ে বসে নেই। যোগ্য জবাব দেওয়া হচ্ছে। জঙ্গিঘাঁটিগুলিকেই মূলত টার্গেট করা হচ্ছে। সেনাসূত্রে খবর, সাধারণ পাকিস্তানি নাগরিকের প্রাণহানি যাতে না হয়, তা মাথায় রেখেই প্রত্যাঘাত করা হচ্ছে।

EiSamay.Com 6 Mar 2019, 10:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় গত ২৪ ঘণ্টা ধরে ব্যাপক গোলাবর্ষণ করে চলেছে পাকসেনা। ভারতীয় সেনার তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতীয় সেনাঘাঁটিকে টার্গেট করা হয়েছে। বোমা পড়ছে জনবহুল এলাকাতেও। বিনা প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পাক হামলা চলছে।
EiSamay.Com Indian-Army-Soldiers 11


ভারতীয় সেনাও হাত গুটিয়ে বসে নেই। যোগ্য জবাব দেওয়া হচ্ছে। জঙ্গিঘাঁটিগুলিকেই মূলত টার্গেট করা হচ্ছে। সেনাসূত্রে খবর, সাধারণ পাকিস্তানি নাগরিকের প্রাণহানি যাতে না হয়, তা মাথায় রেখেই প্রত্যাঘাত করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত পাকগোলায় হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজৌরি ও পুঞ্চের সেনাছাউনিকে লক্ষ্য করেই বুধবার ভোররাত থেকে পাকসেনা গোলাবর্ষণ করে চলেছে। নিয়ন্ত্রণরেখা লাগোয়া জনবহুল গ্রামগুলিতেও চলছে পাকগোলাবর্ষণ। পুঞ্চের কৃষ্ণাঘাটি ও রাজৌরির সুন্দরবানি সেক্টরকে হামলার জন্য বেছে নেয় পাকসেনা।

বুধবার সন্ধ্যায় ভারতীয় সেনার তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভারতের সাধারণ মানুষের উপর কোনও ভাবে হামলার চেষ্টা হলে, ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। কড়া প্রত্যাঘাত করবে ভারতীয় সেনা। শেষ দু-দিনে ৩৫বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকসেনা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল