অ্যাপশহর

জঙ্গিদের হাতেই পাক-কাশ্মীরের নিয়ন্ত্রণ, দাবি সেনা প্রধানের

ভারতের উপর কোনও ধরনের আক্রমণের চেষ্টা হলে, ফল যে ভালো হবে না, তা উল্লেখ করে রাওয়ত বলেন, পাকিস্তানের তরফে এই ধরনের প্রচেষ্টা হলে, ভারতীয় সশস্ত্র বাহিনী তা রুখে দিতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত। ভারতীয় সেনা প্রধানের কথায়, 'পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ নির্বাচিত সরকারের হাতে নেই। গোটা এলাকা নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা। PoK আসলে পাকিস্তানের জঙ্গিশাসিত অঞ্চল।'

EiSamay.Com 25 Oct 2019, 10:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর(PoK)-কে 'জঙ্গি নিয়ন্ত্রণাধীন' বলে শুক্রবার দাবি করলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়ত। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন সেনাপ্রধান। ভারতের উপর কোনও ধরনের আক্রমণের চেষ্টা হলে, ফল যে ভালো হবে না, তা উল্লেখ করে রাওয়ত বলেন, পাকিস্তানের তরফে এই ধরনের প্রচেষ্টা হলে, ভারতীয় সশস্ত্র বাহিনী তা রুখে দিতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত। ভারতীয় সেনা প্রধানের কথায়, 'পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ নির্বাচিত সরকারের হাতে নেই। গোটা এলাকা নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা। PoK আসলে পাকিস্তানের জঙ্গিশাসিত অঞ্চল।'
EiSamay.Com r5oqu2es-army-general-bipin-rawat-pti-625x300-10-january-19-1571576041


ফিল্ড মার্শাল কে এম ক্যারিয়াপ্পা স্মারক বক্তৃতায় ভারতীয় সেনাপ্রধানের ভাষণের আদ্যোপান্ত জুড়ে ছিল পাকিস্তান। সেই প্রসঙ্গে আসে কাশ্মীরও। রওয়াত বলেন, কাশ্মীরে ক্রমাগত অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকজঙ্গিরা। নানা ভাবে উপত্যকার শান্তি বিঘ্নিত করার চেষ্টাও চলছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারে, কাশ্মীর বিশেষ মর্যাদা হারানোর পর থেকেই পাকজঙ্গিরা তত্‍‌পরতা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভারতীয় সেনাপ্রধানের কথায়, 'জম্মু-কাশ্মীর নিয়ে আমরা চিন্তিত। সেখানে কী হয়ে আসছে, আমরা জানি। জম্মু-কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ।'

পরের খবর