অ্যাপশহর

সীমান্তে ফের পাক হামলা, এ মাসে ১০০-র বেশি! হাই কমিশনারকে তলব দিল্লির

পুঞ্চের মেন্ধর সেক্টরে গুলি চালাল পাক রেঞ্জার্সরা। পাক সেনার ছোড়া গুলিতে নিহত ১ নাগরিক

EiSamay.Com 19 Jan 2018, 8:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের একবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি হামলা চালাল পাকিস্তান। এবার পুঞ্চের মেন্ধর সেক্টরে গুলি চালাল পাক রেঞ্জার্সরা। পাক সেনার ছোড়া গুলিতে নিহত ১ নাগরিক। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে দিল্লিতে নিযুক্ত পাক ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত শুক্রবার সকালেই আর এস পুরা সেক্টরে পাক রেঞ্জার্সদের আচমকা হামলায় মৃত্যু হয়েছে ১ মহিলা সহ ২ নাগরিকের। আহত ৭। প্রতি ক্ষেত্রেই পালটা জবাব দিয়েছে ভারতও।
EiSamay.Com pak deputy high commissioner summoned by mea on ceasefire violations
সীমান্তে ফের পাক হামলা, এ মাসে ১০০-র বেশি! হাই কমিশনারকে তলব দিল্লির


এদিকে, মেন্ধর সেক্টরের ঘটনায় ক্ষুব্ধ সাউথ ব্লক তলব করে পাক ডেপুটি হাইকমিশনার সইদ হায়দার শাহকে। তাঁর কাছে গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের কর্তারা। মন্ত্রকের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে, চলতি বছরে ১০০-র বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পড়শি দেশ। এবং প্রত্যেকবার নাগরিকদের নিশানা করা হচ্ছে। পাক সেনার ছোড়া গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তের গ্রামগুলি। ইতিমধ্যেই বাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় পালিয়েছেন বহু বাসিন্দা। পাক হাই কমিশনারকে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে সাউথ ব্লক।

‘পাকিস্তানকে ২০০৩ অস্ত্রবিরতি চুক্তি মনে করানোর প্রয়োজন পড়ছে বারবার। আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে অস্ত্রবিরতি লঙ্ঘন উচিত নয়।’ জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। দু’দেশের মধ্যেকার পরিস্থিতি যে এতে আরও খারাপ হবে, তাও কড়া ভাবেই জানানো হয়েছে।

গত বুধবার LOC বরাবর ৩টি সেক্টরে হামলা চালায় পাকিস্তান। ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়। শহিদ হন BSF-এর এক কনস্টেবল। প্রসঙ্গত, সম্প্রতি প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ‘অন্য ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল