অ্যাপশহর

সোনায় আঁকেন এই পদ্মশ্রী চিত্রী, ₹১ কোটির নীচে ছবিই নেই!

কাজের স্বীকৃতি স্বরূপ ষোল বছরে আগেই পদ্মশ্রী পেয়েছেন। আসুন, মথুরার এই শিল্পীর সঙ্গে দু-চার কথায় আলাপ সেরে ফেলা যাক। চিত্রকর হিসেবে তাঁর বিশেষত্বের জায়গা হল পোট্রেট। তবে, রিয়ালিস্টিক থেকে কনটেম্পোরারি হয়ে রাধাকৃষ্ণ-- সবতেই চোখ ধাঁধানো উপস্থিতি।

EiSamay.Com 28 Jan 2020, 4:10 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এক কোটি টাকার নীচে তিনি কথাই বলেন না। এটাই তাঁর আঁকা ছবির ন্যূনতম দর। ধাপে ধাপে কয়েক কোটিও ছুঁয়ে ফেলে। তা হবে নাই বা কেন। তার ছবির মূল মাধ্যম যে সোনা! অন্য কোনও রং ছুঁয়েও দেখেন না। সোনার জলে, সোনা রঙে ছবি পেয়ে যায় অন্যমাত্রা। সেদিক থেকে শিল্পী হিসেবে ব্যতিক্রমী কৃষ্ণ কানহাইয়া।
EiSamay.Com Capture


কাজের স্বীকৃতি স্বরূপ ষোল বছরে আগেই পদ্মশ্রী পেয়েছেন। আসুন, মথুরার এই শিল্পীর সঙ্গে দু-চার কথায় আলাপ সেরে ফেলা যাক। চিত্রকর হিসেবে তাঁর বিশেষত্বের জায়গা হল পোট্রেট। তবে, রিয়ালিস্টিক থেকে কনটেম্পোরারি হয়ে রাধাকৃষ্ণ-- সবতেই চোখ ধাঁধানো উপস্থিতি।

তাঁকে বলা হয়, 'কানহাই আর্ট'-এর মাস্টার। ছবি আঁকার এটি একটি প্রথাগত পদ্ধতি। সোনার পাতার সঙ্গে রত্নখচিত। তাঁর আঁকা কৃষ্ণ বা তিরুপতি বালাজি সংগ্রহ করতে হলে, ন্যূনতম এক কোটি টাকাই খরচ করতে হবে। এর পর কারুকাজ যত বেড়েছে, শিল্প যত সূক্ষ্মতর হয়েছে, ততটাই বেড়েছে দাম।

ফলে, তাঁর ছবি সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। গুটিকয় কোটিপতির ঘরের শোভাবর্ধনেই সীমিত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল