অ্যাপশহর

'সুপ্রিম' রায়ে গ্রেফতারির ১০৫ দিন পর জামিনে মুক্ত চিদম্বরম

শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতী, এএস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে আদালত জানিয়েছে, সাক্ষীদের প্রভাবিত করা বা প্রমাণ যেন নষ্ট করার চেষ্টা না-করেন কংগ্রেস নেতা।

EiSamay.Com 4 Dec 2019, 2:03 pm

হাইলাইটস

  • ১০৫ দিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম।
  • এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের INX মিডিয়া মামলায় তাঁর জামিনের আবেদনে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট।
'সুপ্রিম' রায়ে গ্রেফতারির ১০৫ দিন পর জামিনে মুক্ত চিদম্বরম
এই সময় ডিজিটাল ডেস্ক: ১০৫ দিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের INX মিডিয়া মামলায় তাঁর জামিনের আবেদনে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতী, এএস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করেছে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে আদালত জানিয়েছে, সাক্ষীদের প্রভাবিত করা বা প্রমাণ যেন নষ্ট করার চেষ্টা না-করেন কংগ্রেস নেতা। এই মামলা সম্পর্কে তিনি সাংবাদিকদের সামনে বা জনসমক্ষে কোনও বিবৃতি দিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিরা বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ না-নিয়ে আপাতত দেশ ছাড়তে পারবেন না চিদম্বরম।

এই রায়ের পর ট্যুইট করেন তাঁর ছেলে কার্তি।


কংগ্রেস বলেছে, অবশেষে সত্যের জয় হল। শীর্ষ কংগ্রেস নেতা শশী থারুর এই রায়ের পর বলেছেন, 'দেরিতে হলেও সুবিচার হয়েছে। এটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল।'

এ দিন আদালত বলেছে, 'প্রতি মামলাতেই জামিন না-মঞ্জুর করতে হবে এমন কোনও নিয়ম নেই। অপরাধের গুরুত্বের কথা বলে জামিন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তবে মামলার গতিবিধি বুঝে আমরা দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণে অসম্মতি জানাচ্ছি।'

চিদম্বরমের ঠিকানা এখন তিহাড় জেল

INX মিডিয়া দুর্নীতি মামলায় ২১ অগস্ট চিদম্বরমকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। তখন থেকেই তিহাড় সংশোধনাগারে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল