অ্যাপশহর

পাক অধিকৃত কাশ্মীরে ফের সক্রিয় এক ডজন জঙ্গি শিবির

প্যারিসের আন্তঃসরকারি সংস্থা 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' (FATF) ডেডলাইন বেঁধে দেওয়ায়, ইমরান খান সরকারের তত্‍‌পরতায় ২০১৯ সালের মে'র মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের অনেক জঙ্গি শিবিরই বন্ধ হয়ে গিয়েছিল।

EiSamay.Com 11 Aug 2019, 1:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকে, বিগত এক সপ্তাহের মধ্যে জঙ্গি তত্‍‌পরতা বহুগুণ বেড়েছে। ভারতীয় গোয়েন্দাদের এক রিপোর্টে বলা হয়েছে, বিগত এক সপ্তাহের মধ্যে এক ডজনের বেশি জঙ্গি শিবির পুনরায় সক্রিয় হয়েছে।
EiSamay.Com 810230-terrorist-zee


প্যারিসের আন্তঃসরকারি সংস্থা 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' (FATF) ডেডলাইন বেঁধে দেওয়ায়, ইমরান খান সরকারের তত্‍‌পরতায় ২০১৯ সালের মে'র মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের অনেক জঙ্গি শিবিরই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু, কাশ্মীর বিশেষ মর্যাদা হারানোর পর, জঙ্গি তত্‍‌পরতার ছবিটা আবার ফিরে এসেছে।

এর মধ্যে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুলওয়ামা কায়দায় ফের জঙ্গি হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফলে, ইমরানের এই হুঁশিয়ারিতে পাকিস্তানি জঙ্গিরা যে আবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে তত্‍‌পর হওয়ার চেষ্টা চালাবে, তা নিয়ে গোন্দেয়ারা একপ্রকার নিশ্চিত।

শুধু জম্মু-কাশ্মীর নয়, মুম্বইয়ের মতো ভারতের বড়, গুরুত্বপূর্ণ শহরগুলি যে নিশানা হতে পারে, তা নিয়ে আগাম সতর্ক করে রেখেছেন গোয়েন্দারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল