অ্যাপশহর

গাঁটছড়া বাঁধলেন ৫১ জোড়া 'বিশেষ' যুগল

গণ বিবাহ-র কথা বহু বার বহু জায়গায় শোনা গিয়েছে। কিন্তু এই গণ-বিবাহ এক অন্য মাত্রায় পৌঁছে গেল রবিবার।

EiSamay.Com 31 May 2016, 1:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গণ বিবাহ-র কথা বহু বার বহু জায়গায় শোনা গিয়েছে। কিন্তু এই গণ-বিবাহ এক অন্য মাত্রায় পৌঁছে গেল রবিবার। ২৯ মে মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণ সেবা সংস্থান আয়োজন করেছিল এই অভিনব গণবিবাহের।
EiSamay.Com over 51 differently abled couples tie knot
গাঁটছড়া বাঁধলেন ৫১ জোড়া 'বিশেষ' যুগল


৫১ জনেরও বেশি বিশেষ-ভাবে সক্ষম দম্পতির চার হাত এক করেছে এই সংস্থা। উচ্ছ্বসিত এক নব দম্পতি জানিয়েছেন, তাঁদের জীবনের সব থেকে স্মরণীয় এবং আনন্দের দিন এটি। স্বেচ্ছাসেবী সংস্থার থেকে যে পরিমাণে ভালোবাসা ও সম্মান পেয়েছেন, তাতে তাঁরা অভিভূত। তাঁদের জীবনেও কোনওদিন এমন খুশি আসবে, তা কোনওদিন কল্পনাও করেননি।

নতুন জীবনে চলার পথে বহু জনের শুভেচ্ছাই আজ এঁদের পাথেয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল