অ্যাপশহর

বিদ্যুতের অভাবে অন্ধকারেই দিন কাটাছে যোগীরাজ্যের ২৮ হাজারেরও বেশি স্কুল!

প্রায় ২৮ হাজারেরও বেশি সরকারি স্কুলে বিদ্যুত্‍ সংযোগ নেই। তার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে, স্কুলগুলি থেকে বিদ্যুতের পোলের দূরত্ব অনেকটা। সাধারণত, দুটি ইলেকট্রিক পোলের দূরত্ব নূন্যতম ৪০ মিটার হয়ে থাকে। প্রেরণা পোর্টালের জন্য প্রত্যেকটি স্কুলকে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল। সেখানেই উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

EiSamay.Com 22 Sep 2020, 4:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুল থেকে বিদ্যুতের খুঁটির দূরত্ব অনেক। তাই বিদ্যুত্‍ সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি আঠাশ হাজারের বেশি স্কুলের সঙগে। এমন কারণেই স্বাস্থ্য পরিকাঠামোর জীর্ণ হয়ে পড়েছে উত্তরপ্রদেশে। সরকারি স্কুলিগুলি এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার পরই প্রকাশ্যে আশে এমন চাঞ্চল্যকর ঘটনা।
EiSamay.Com electricity
বিদ্যুত্‍ পরিষেবা নেই হাজারেরও বেশি স্কুলে। ছবিটি প্রতীকী


প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় স্কুলগুলিতে বিদ্যুত্‍ পরিষেবা দেওার জন্য নির্বাচন কমিশন স্কুলগুলিকে আলাদা তহবিল গঠন করার নির্দেশ দিয়েছিল।

উত্তরপ্রদেশের স্কুল এডুকেশনের ডিরেক্টর জেনারেল বিজয় কিরণ আনন্দ জানিয়েছেন, প্রেরণা পোর্টালের জন্য প্রত্যেকটি স্কুলকে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল। সেখানেই উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তাতে প্রায় ২৮ হাজারেরও বেশি সরকারি স্কুলে বিদ্যুত্‍ সংযোগ নেই। তার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে, স্কুলগুলি থেকে বিদ্যুতের পোলের দূরত্ব অনেকটা। সাধারণত, দুটি ইলেকট্রিক পোলের দূরত্ব নূন্যতম ৪০ মিটার হয়ে থাকে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখানো হয়েছে, পোলের দূরত্ব তার থেকেও বেশি। ফলে স্কুলগুলি বিদ্যুত্‍ পরিষেবা থেকে বঞ্চিত থেকে গিয়েছে।

বিনামূল্যে বিদ্যুৎ পাবে ৩৫ লক্ষ পরিবার

তিনি আরও জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়, নিরাবাচ কমিশন রাজ্যের সব সরকারি স্কুলগুলিকে বিদ্যুত সংযোগ করার কথা জানিয়ে আলাদা তহবিল তৈরির নির্দেশ দিয়েছিল। সরকারি স্কুলিগুলিতে পোলিং বুথ তৈরির জন্য বিদ্যুত সংযোগ করা আবশ্যিক। সেই সময় এই কারণে প্রায় ৩২.৬৭ কোটি টাকা অনুমোদন করা হয়েছিল। যার মধ্যে ৪.৭ কোটি টাকা এখনও তাদের কাছে রয়ে গিয়েছে। তবে ইতোমধ্যেই বিদ্যুত্‍ সংযোগ পেতে সরকারি স্কুলগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি অর্থের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করতে বিদ্যুত্‍ দফতরের আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি ইংরেজিতে পড়ুন...

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর