অ্যাপশহর

শুদ্ধ নিরামিষাশী ‘আদর্শ’ পুলিশই পাবেন কুম্ভ মেলায় কাজের সুযোগ!

২০১৯ সালের ১৫ জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। দেশ-বিদেশ থেকে কয়েক লাখ মানুষ ভিড় জমান এখানে।

EiSamay.Com 28 Sep 2018, 1:27 pm

হাইলাইটস

  • যুবা, কর্মঠ, স্ফূর্তিতে ভরপুর, নিরামিষাশী, মৃদুভাষী, মদ্যপান এবং ধূমপান থেকে শতহস্ত দূরে থাকা পুলিশ কর্মীই সুযোগ পাবেন কুম্ভ মেলায় কাজ করার।
  • অক্টোবর মাস থেকেই নিরাপত্তা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ১০ হাজারের বেশি পুলিশ কর্মী এবং আধাসামরিক বাহিনী উপস্থিত থাকবে কুম্ভ মেলা প্রাঙ্গনে।
EiSamay.Com কুম্ভ স্নান
কুম্ভ স্নান
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১৫ জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। দেশ-বিদেশ থেকে কয়েক লাখ মানুষ ভিড় জমান এখানে। সেই বিশাল সংখ্যক মানুষের ভিড় সামাল দেওয়ার জন্যে প্রয়োজন পড়ে হাজার হাজার পুলিশ এবং স্বেচ্ছা সেবকের। কুম্ভ মেলার প্রশাসন তাই এখন ‘আদর্শ’ পুলিশের খোঁজে। তা ‘আদর্শ’ পুলিশ কর্মীর মধ্যে কোন কোন গুণ থাকতে হবে? যুবা, কর্মঠ, স্ফূর্তিতে ভরপুর, নিরামিষাশী, মৃদুভাষী, মদ্যপান এবং ধূমপান থেকে শতহস্ত দূরে থাকা পুলিশ কর্মীই সুযোগ পাবেন কুম্ভ মেলায় কাজ করার।
তবে যদি ভাবেন এখানেই শেষ কুম্ভ মেলা প্রশাসনের চাহিদা, তাহলে একটু ভুল করে ফেলবেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে নিয়ে আসতে হবে সু-চরিত্রের শংসাপত্র অর্থাত্‍ good characted certificate। রয়েছে আরও এক নিষেধাজ্ঞা। কুম্ভ মেলায় কর্মরত কোনও পুলিশ কর্মীর বাড়ি এলাহাবাদে হলে চলবে না।

অক্টোবর মাস থেকেই নিরাপত্তা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ১০ হাজারের বেশি পুলিশ কর্মী এবং আধাসামরিক বাহিনী উপস্থিত থাকবে কুম্ভ মেলা প্রাঙ্গনে। বিভিন্ন র‌্যাঙ্কের পুলিশ কর্মীদের জন্যে বয়স সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাঁরা কনস্টেবল পদে রয়েছেন তাঁদের বয়স ৩৫-এর বেশি হলে চলবে না। হেড কনস্টেবলের বয়স ৪০-এর মধ্যে হতে হবে, সাব-ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর পদে কর্মরত পুলিশ কর্মীর বয়স ৪৫-এর বেশি হলে চলবে না।

চার দফায় পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিআইজি/এসএসপি কে পি সিং। বরেলি, বাদাউন, শাহজাহানপুর এবং পিলিভিতের এসএসপি-দের দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক কর্মী নির্বাচনের জন্যে।

ছবিটি ইংরেজিতে পড়তে CLICK করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল