অ্যাপশহর

বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে অনলাইন টেন্ডার তৃণমূল স্তরেও

বালি মাফিয়াদের এক লাখ কোটি টাকার বেআইনি কারবার বন্ধ করতে উঠেপড়ে লাগল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক৷

EiSamay.Com 29 Jun 2016, 12:31 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com online tender for sand minning from lower leavel to protect illegal manning
বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে অনলাইন টেন্ডার তৃণমূল স্তরেও


বালি মাফিয়াদের এক লাখ কোটি টাকার বেআইনি কারবার বন্ধ করতে উঠেপড়ে লাগল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক৷ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে , অনলাইন ব্যবস্থা করেই বালি মাফিয়াদের ফলাও কাজকারবার বন্ধ করার পরিকল্পনা করেছে তাঁরা৷ বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন , তাঁদের পরিকল্পনাটা সংক্ষেপে বলতে গেলে তা হয় --- উপগ্রহর মাধ্যমে পাওয়া ছবি খতিয়ে দেখে তাঁর মন্ত্রকের অফিসার ও বিশেষজ্ঞরা মিলে ঠিক করবেন , কোন নদীতে কতটা বালি জমে রয়েছে এবং সেটা তোলা দরকার৷ তারপর সেই বালি তোলার অনুমতি দেওয়া হবে৷ এর জন্য অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে৷ আগে মাফিয়ারা অন্য কাউকে আবেদন করতে দিত না৷ সেটা বন্ধ হবে৷ তারপর আবেদনকারীরা দেখতে পারবেন , তাঁদের আবেদন কোন পর্যায়ে আছে৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে বার কোডেড রশিদ দেওয়া হবে৷

সিসিটিভি -ও বসানো হবে৷ একটা রশিদের ভিত্তিতে একটা ট্রাকে বালি নেওয়া যাবে৷ আগে একটা রশিদে চারবার বালি নিত মাফিয়ারা৷ পুরো বিষয়টা অনলাইনে ক্যামেরায় ধরা থাকবে৷ জেলা স্তরে দুটি কমিটি থাকবে৷ তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবে৷ এ ভাবেই বালি বা অন্য অপ্রধান খনিজ পদার্থ উত্তোলন করা যাবে৷ বেশি বালি তুলে এবং কর ফাঁকি দিয়ে বালি ও অন্য খনিজের যে বেআইনি ফলাও কারবার ফেদেছিল মাফিয়ারা , তা এ ভাবেই বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকাশ জাভড়েকর৷ মঙ্গলবার তিনি একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন , যার মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে এবং দেখা যাবে , আবেদনপত্রের কী হল৷ ইউপিএ আমলে কয়লা কেলেঙ্কারির পর সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার এখন একটা নীতি নিয়েছে , খনিগুলি সব টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়৷ কয়লাখনির টেন্ডার থেকে প্রচুর অর্থ আয় করেছে কেন্দ্র, যে টাকাটা রাজ্যগুলিকে দেওয়া হবে৷

টেলিকমের স্পেকট্রামের নিলাম থেকেও প্রচুর অর্থ পাওয়া গিয়েছে৷ জাভড়েকরের দাবি , একইভাবে বালির ক্ষেত্রেও তাঁরা যে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন , তাতে পুরো বিষয়টি স্বচ্ছ হয়ে যাবে৷ মাফিয়াদের রমরমা বন্ধ হবে৷ এতে সবমিলিয়ে এক লাখ কোটি টাকার বেআইনি কারবার বন্ধ করা সম্ভব হবে৷ সে জন্যই বিভিন্ন রাজ্য থেকে আসা অফিসারদের প্রশিক্ষণ শিবিরের শেষে জাভড়েকর তাঁদের বলেন , এই কাজটা আন্দোলনের মতো করে করতে হবে৷ জাভড়েকর দক্ষিণের এক জেলাশাসকের উদাহরণ দিয়েছেন৷ তিনি সিসিটিভি বসিয়ে বালির ট্রাক আসা -যাওয়ার ওপর কড়া নজর রেখে নিজের জেলায় বালি ও অন্য অপ্রধান খনিজের কর বাবদ আয় ১০০ কোটি টাকা বাড়িয়েছিলেন৷ মন্ত্রীর বক্তব্য , এখন নদীর যেখান সেখান থেকে যথেচ্ছ বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে৷

তাতে নদী ও পরিবেশের বারোটা বাজছে৷ এখন থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হল৷ উপগ্রহর পাঠানো ছবি বিশ্লেষণ করে মন্ত্রক আগে ঠিক করে দেবে নদীর কোথায় বালি বেশি জমেছে , তোলা দরকার৷ সেখানেই কেবল নির্দিষ্ট পরিমাণ বালি তোলা যাবে৷ অন্যত্র নয়৷ এ ভাবে নদী ও পরিবেশ দুটোই বাঁচবে৷ কিন্ত্ত পুরো প্রকল্পর রূপায়ণের দায়িত্বে তো থাকবে রাজ্য সরকার৷ তাঁরা যদি সক্রিয় না হয় , তা হলে কি বালি মাফিয়াদের আটকানো যাবে ? জাভড়েকরের বক্তব্য , কাজটা অবশ্যই রাজ্য সরকার করবে৷ কিন্ত্ত তিনি পুরো প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ করে দিয়েছেন৷ যদি দেখা যায় , কাজ হচ্ছে না বা আশানুরূপ ফল হচ্ছে না , তা হলে আবার মন্ত্রক সব কেন্দ্রীকরণ করতে পারে৷ তবে তাঁর মনে হয় না , তার কোনও দরকার হবে বলে৷ কারণ , রাজ্যগুলো নিজের স্বার্থেই কাজ করবে৷ বালি মাফিয়াদের আটকাতে পারলে তাঁদের রাজকোষই তো ভরবে৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল