অ্যাপশহর

দেশে প্রতি ১০ জনে কন্ডোম ব্যবহারকারী মাত্র ১!

কেন্দ্রের সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রতি ১০ জন পুরুষের মধ্যে মাত্র একজন কন্ডোমের ব্যবহার করেন। পাশাপাশি মহিলাদের মধ্যে গর্ভনিরোধক পিলের ব্যবহারও বাড়ছে। জানুন বিস্তারিত...

EiSamay.Com 30 Nov 2021, 1:40 pm

হাইলাইটস

  • দেশের ১০ জন পুরুষের মধ্যে মাত্র একজন পুরুষ কন্ডোমের ব্যবহার করেন।
  • ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে করা এই সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, মহিলাদের মধ্যে নির্বীজকরণের হার ক্রমবর্ধমান।
  • বিশেষত শহরাঞ্চলের মহিলাদের মধ্যেই এই হার বেশি লক্ষ্য করা গিয়েছে।
EiSamay.Com birth control rate
ফাইল ফটো। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের ১০ জন পুরুষের মধ্যে মাত্র একজন পুরুষ কন্ডোমের (Condom) ব্যবহার করেন। সম্প্রতি পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে করা এই সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, মহিলাদের মধ্যে নির্বীজকরণের হার ক্রমবর্ধমান। প্রতি ১০ জন মহিলার মধ্যে চারজন যৌন সঙ্গমের পর গর্ভপাত নিরোধক পিলের ব্যবহার করে থাকেন। বিশেষত শহরাঞ্চলের মহিলাদের মধ্যেই এই হার বেশি লক্ষ্য করা গিয়েছে।
জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা মহিলা ও পুরুষদের মধ্যে তুল্যমূল্য বিচার করেছে। যেখানে দেখা গিয়েছে, মাত্র ৯.৫ শতাংশ পুরুষ কন্ডোমের ব্যবহার করেন। অথচ মহিলাদের মধ্যে কনট্রাসেপ্টিভ পিলের ব্যবহার করেন ৩৭.৯ শতাংশ। গ্রামের তুলনায় শহরে পুরুষদের মধ্যে কন্ডোমের ব্যবহার বেশি হলেও সামগ্রিকভাবে অনীহা রয়েছে। সমীক্ষার রিপোর্টই সে কথা স্পষ্ট করছে। গ্রামাঞ্চলের ৭.৬ শতাংশ পুরুষ এবং শহরের ১৩.৬ শতাংশ কন্ডোমের ব্যবহার করেন। মহিলাদের ক্ষেত্রেও এই পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রের সমীক্ষা। যেখানে গ্রামাঞ্চল ও শহরের মহিলাদের মধ্যে গর্ভনিরোধক পিলের ব্যবহারে খুব একটা তফাৎ নেই। ৩৮.৭ শতাংশ গ্রামের মহিলা ও ৩৬.৩ শতাংশ শহরাঞ্চলের মহিলা গর্ভনিরোধক পিলের ব্যবহার করে থাকেন।

সাইকেল চালিয়ে হাসপাতালে, কন্যার জন্ম দিলেন সাংসদ
২০১৫-১৬ সালের জাতীয় পরিবার স্বাস্থ্যের চতুর্থ সমীক্ষার তুলনায় পঞ্চম সমীক্ষায় বেড়েছে মহিলাদের নির্বীজকরণের অভ্যাস। চতুর্থ সমীক্ষায় যা ছিল ৩৬ শতাংশ, তা পঞ্চম সমীক্ষার পর বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৯ শতাংশ। দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ১৯টি রাজ্যে মহিলাদের মধ্যে এই অভ্যাস বেশি দেখা যাচ্ছে। তালিকায় সবার উপরে রয়েছে মধ্যপ্রদেশ। যেখানে ৫১.৯ শতাংশ মহিলার মধ্যে গর্ভনিরোধক ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। এরপরই রয়েছে বিহার। সে রাজ্যে পরিসংখ্যান ৩৪.৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে গোয়া। যেখানে ২৯.৯ শতাংশ মহিলা যৌন সঙ্গমের পর এই পিল খেয়ে থাকেন।

'আপনি খোলা চুলে থাকলে পড়া বুঝতে পারি', ই-ক্লাসে ছাত্রের কমেন্ট ভাইরাল
এদিকে, ৩৬টি রাজ্যের মধ্যে ২৩টি রাজ্যেই দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে কন্ডোমের ব্যবহার অনেকটাই কম। মাত্র ১০ শতাংশের পুরুষ ২৩টি রাজ্যে কন্ডোমের ব্যবহার করে থাকেন। তবে কন্ডোমের সবচেয়ে বেশি ব্যবহার হয় উত্তরাখণ্ড (২৫ শতাংশ), চণ্ডীগড় (৩১.১ শতাংশ)। যদিও চতুর্থ সমীক্ষার তুলনায় পঞ্চম সমীক্ষায় এই পরিসংখ্যান বেড়েছে তবে সামগ্রিকভাবে দেশে কন্ডোমের ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে। এর জন্য সচেতনার অভাব দায়ী নয়। কেন্দ্রের সমীক্ষা জানাচ্ছে, কন্ডোমের ব্যবহার না করলেও ৮২ শতাংশ পুরুষই কন্ডোমের ব্যবহার নিয়ে ওয়াকিবহাল। এমনকী, AIDS রোগ প্রতিরোধ কন্ডোমের ভূমিকা নিয়েও সচেতন অধিকাংশ পুরুষ। তবে সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে অন্য তথ্য। বিবাহিত পুরুষদের বক্তব্য, বিয়ের পর কন্ডোমের ব্যবহার স্ত্রীর কাছে তাঁদের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। পাশাপাশি, অধিকাংশ পুরুষের বক্তব্য পরিবার পরিকল্পনার দায়িত্ব কেবল মহিলাদের। পুরুষদের জন্য যৌন সম্পর্ক কেবল সন্তুষ্টির বিষয়। আর সে ক্ষেত্রে কন্ডোমের ব্যবহার সেই সন্তুষ্টি কমিয়ে দেয়। ৪০ শতাংশ পুরুষ মনে করেন, গর্ভধারণ যাতে কোনওভাবেই না হয়, তার জন্য দায়িত্ব নিতে হবে মহিলাদেরই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল