অ্যাপশহর

BJP-র সংখ্যালঘু মোর্চার প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী!

উত্তর মুম্বইয়ে (North Mumbai) এক ব্যক্তিকে সম্প্রতি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তি স্থানীয় BJP নেতা। ঘটনায় সরব কংগ্রেস।

EiSamay.Com 21 Feb 2021, 3:57 pm

হাইলাইটস

  • সম্প্রতি মুম্বইয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
  • তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী।
  • এদিকে, ওই ব্যক্তি স্থানীয় BJP নেতা হিসেবে পরিচিত।
EiSamay.Com flag
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিযোগ, তিনি এদেশের নাগরিকই নন। কিন্তু, তা সত্ত্বেও তিনি দেশের মানুষের নেতা, দেশের দশের অভাব অভিযোগের খেয়াল রাখেন।
সম্প্রতি মুম্বইয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদিকে, ওই ব্যক্তি স্থানীয় BJP নেতা হিসেবে পরিচিত। এই ঘটনার পরই ময়দানে নেমেছে কংগ্রেস। কটাক্ষের সুর কংগ্রেস নেতাদের গলায়। শনিবার কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত একটি টুইটে লেখেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনে BJP নেতাদের জন্য কি কোনও বিশেষ নিয়ম রেখেছেন অমিত শাহ?’

পুলিশ সূত্রে খবর, জাল পরিচয়পত্র নিয়ে ভারতে বসবাস করছিল রুবেল শেখ। গত মাসে গ্রেফতার করা হয়। অভিযোগ, বাংলাদেশের বাসিন্দা রুবেল। শনিবার BJP সাংসদ গোপাল শেট্টির সঙ্গে রুবেল শেখের একটি ছবি ভাইরাল হয়। বিরোধীদের দাবি, ওই ব্যক্তি উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের একজন নেতা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে কংগ্রেস।

দিশা রবি হিংসায় যুক্ত ছিলেন প্রমাণ কোথায়? পুলিশের অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ কোর্টের
সচিন সাওয়ান্ত একটি টুইটে লেখেন, ‘উত্তর মুম্বইয়ে BJP সংখ্যালঘু মোর্চার প্রধান একজন বাংলাদেশি। আমরা BJP-কে প্রশ্ন করতে চাই, এটা কি সংঘের জেহাদ? CAA-তে কি BJP নেতাদের জন্য বিশেষ কোনও ধারা রয়েছে? এক আইন দেশের জন্য অন্য আইন BJP নেতাদের জন্য।’

এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে BJP। দলের সাংসদ গোপাল শেট্টি জানান, রুবেল BJP-র সংখ্যালঘু মোর্চার সঙ্গে যুক্ত থাকায় তিনি তার সঙ্গে ছবি তুলেছিলেন। তবে রুবেল দোষী হলে তার আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) লাগু করতে চাইছে মোদী সরকার। বিরোধীরা এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। করোনা পরিস্থিতির জন্য CAA লাগু হতে দেরি হলেও সরকার নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না, একাধিকবার তা স্পষ্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দলের নেতার বিরুদ্ধে অনুপ্রবেশকারী অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে BJP।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল