অ্যাপশহর

'দেশদ্রোহী' নিয়ে গড়করির গলায় আডবাণীর সুর

আডবানি জানিয়েছিলেন, বিজেপি নিজের সমালোচকদের কখনও দেশবিরোধী বলে না। বৃহস্পতিবার একই কথার পুনরাবৃত্তি শোনা গেল গড়করির মুখে, সর্বভারতীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে।

EiSamay.Com 12 Apr 2019, 3:20 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লালকৃষ্ণ আডবাণী নিজের ব্লগে বলেছিলেন। সেই সুরই প্রতিধ্বনিত হল নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির মুখে। আডবানি জানিয়েছিলেন, বিজেপি নিজের সমালোচকদের কখনও দেশবিরোধী বলে না। বৃহস্পতিবার একই কথার পুনরাবৃত্তি শোনা গেল গড়করির মুখে, সর্বভারতীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে। তাঁর বয়ানে, 'মতামতের বিভিন্নতাকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের। কারণ সেগুলি বাস্তব, গণতন্ত্রের আসল বার্তা ওতেই নিহিত।'
EiSamay.Com Gadkari


চলতি নির্বাচনে নবতিপর আডবাণীকে ব্রাত্য করেছে বিজেপি। জনশ্রুতি, সাম্প্রতিক ব্লগে তারই 'জবাব' দিয়েছেন লৌহপুরুষ। সে বিষয়ে প্রশ্ন করা হলে গড়করি বলেন, 'যাঁরাই আমাদের সঙ্গে নেই তাঁদের প্রত্যেককে আমরা দেশদ্রোহী বলতে চাই না। এটি তাঁদের মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের মধ্যেই পড়ে এবং আমরা সব সময়ই বলি গণতন্ত্রে মতপার্থক্যের অবকাশ রয়েছে।' সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীও এক সাক্ষাৎকারে সে কথা মেনে নিয়েছিলেন। তার পরই এল গড়করির বয়ান। পাশাপাশি তিনি এ-ও জানান, এ বার তাঁর উন্নয়ন দেখে ভোট দিচ্ছেন বাসিন্দারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল