অ্যাপশহর

সূর্যের মুখে বসবে বুধের 'তিল', আজ চোখ রাখুন আকাশে

একটি বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ এবার হাতের মুঠোয়।

EiSamay.Com 9 May 2016, 2:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একটি বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ এবার হাতের মুঠোয়। সোমবার বিকেল ৪.১৪তে আকাশের দিকে চোখ রাখলে দেখতে পাবেন, অস্তাচলের দিকে এগনো সূর্যের গা দিয়ে এগিয়ে চলেছে একটি কালো বিন্দু। অনেকটা তিলের মতো। এই বিন্দু আসলে সৌরজগতের সর্বকনিষ্ঠ গ্রহ বুধ।
EiSamay.Com on may 9 watch mercury go past sun
সূর্যের মুখে বসবে বুধের 'তিল', আজ চোখ রাখুন আকাশে


সোমবার জাপান ছাড়া এশিয়ার প্রায় সব জায়গা থেকেই চাক্ষুস করা যাবে এই বিরল দৃশ্য। বুধের সূর্যের একেবারে কাছ দিয়ে এগিয়ে চলার ঘটনাটি ঘটবে ৭ ঘণ্টা ৩০ মিনিট ধরে। তবে, ভারত থেকে দেখা যাবে সর্বাধিক ২ ঘণ্টা ৪৫ মিনিট। ভূবিজ্ঞান মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 'ভারতের বিভিন্ন জায়গার সূর্যাস্তের বিভিন্ন সময়ের জন্য কোথাও কম আবার কোথায় বেশি সময় ধরে এই দৃশ্য দেখা যাবে। বিকেল ৪.৪১ থেকে দেশের একেবারে পূর্বের অংশের লোকেরা ১ ঘণ্টা এই দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন। তবে দেশের একেবারে পশ্চিমে (গুজরাত) ২ ঘণ্টা ৪৫ মিনিট এই দৃশ্য দেখা যাবে।'

কীভাবে দেখবেন এই দৃশ্য?

ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, বাইনোকুলার অথবা সোলার ফিল্টার লাগানো টেলিস্কোপের সাহায্য এই দৃশ্য দেখা যাবে। একটি সাদা বোর্ডে সূর্যের প্রতিচ্ছবি ফেলে টেলিস্কোপের সাহায্যেও চাক্ষুস করা যাবে এই মহাজাগতিক ঘটনা। খালি চোখে সূর্যের দিকে যেহেতু তাকানো যায় না, সেজন্য ফিল্টারের মতো কালো পলিমার বা ওয়েল্ডিং গ্লাসের সাহায্য নেওয়ারও পরামর্শ দিয়েছে মন্ত্রক।



(ভিডিয়ো সৌজন্য: নাসা)

২০০৬ সালের ৬ নভেম্বর শেষবার এই ঘটনা ঘটেছিল। তবে, সেবার শুধুমাত্র ভারতের একেবারে উত্তর-পূর্ব অংশ থেকে এই ঘটনার শেষটুকু প্রত্যক্ষ করা গিয়েছিল। ফের এই বিরল ঘটনা ঘটতে চলেছে ২০১৯ সালের ১১ নভেম্বর। তবে, সূর্যাস্তের পর তা শুরু হওয়ায় তা ভারত থেকে প্রত্যক্ষ করা যাবে না।

আজ যদি এমন দৃশ্য মিস করেন, তবে আপনাকে অপেক্ষা করতে হবে আরও ১৬টা বছর। ২০৩২ সালের ১৩ নভেম্বর ফের সূর্যকে বূধের প্রদক্ষিণের দৃশ্য দেখা যাবে ভারত থেকে। এই ঘটনা এতটাই বিরল যে, শতাব্দীতে মোটে ১৩-১৪ বার এটা হয়ে থাকে। মে আর নভেম্বর মাসেই ঘটে এই মহাজগতিক ঘটনা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল