অ্যাপশহর

৭ দিনের মধ্যে ছাড়তে হবে ওমর আবদুল্লাকে

এ দিকে, জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে নিয়ে এ দিন সোচ্চার হন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ বুধবার জিরো আওয়ারে তিনি বলেন, ‘কেন্দ্রের তরফে বলা হয়েছিল ফারুক আব্দুল্লা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক৷ আমার প্রশ্ন হল, তাহলে এখন সেই বিপদ কি কেটে গিয়েছে?’

EiSamay.Com 19 Mar 2020, 10:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রায় সাত মাস পর অবশেষে মুক্তি দেওয়া হয়েছে ফারুক আব্দুল্লাকে, এখনও গৃহবন্দি তাঁর ছেলে ওমর। বুধবার এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতের সাফ কথা, ‘ওমর আব্দুল্লাকে ছাড়তে হলে দ্রুত ছাড়তে হবে। এখন তো কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখন এ নিয়ে কী নির্দেশ রয়েছে?’ আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছ থেকে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে। দ্রুত ওমরকে মুক্তি না দিলে তাঁর বোন সারা পাইলটের করা মামলাটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও এ দিন জানিয়ে দিয়েছেন বিচারপতি।
EiSamay.Com download (1)
-


এ দিকে, জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে নিয়ে এ দিন সোচ্চার হন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ বুধবার জিরো আওয়ারে তিনি বলেন, ‘কেন্দ্রের তরফে বলা হয়েছিল ফারুক আব্দুল্লা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক৷ আমার প্রশ্ন হল, তাহলে এখন সেই বিপদ কি কেটে গিয়েছে?’

প্রসঙ্গত, গত বছর অগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার আগের রাতে সেখানকার রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়। সম্প্রতি ফারুখ মুক্তি পেয়েছেন, কিন্তু এখনও আড়ালেই ওমর এবং মেহবুবা।

পরের খবর