অ্যাপশহর

পেনশন তুলতে গ্রাহককেই চাই, শয্যাশায়ী মাকে খাটিয়ায় তুলে ব্যাংকে মেয়ে!

ওডিশার নৌপাড়া এলাকার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দা করেছেন নেটিজেনরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা কালেক্টর। এই ঘটনার তদন্ত চেয়েছেন সেখানকার বিধায়ক। তিনি জানিয়েছেন, সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং অভিযুক্তদেপ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অনুরোধ করেছেন।

EiSamay.Com 15 Jun 2020, 12:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টাকা তুলতে হলে সশরীরে আসতে হবে ব্যাংকে। তবেই টাকা পাওয়া যাবে। আর এই অবস্থায় শয্যাশায়ী শতায়ু মাকে খাটিয়ায় চাপিয়ে টানতে টানতে ব্যাংককে হাজির করলেন ষাট বছরের মেয়ে পুঞ্জমতী দেই। ওডিশায় নৌপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খাটিয়ায় চাপিয়ে ব্যাংকে হাজির করার গোটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে।
EiSamay.Com Woman drags mother
খাটিয়ায় চাপিয়ে ব্যাংককে হাজির



ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক মহিলা তাঁর বয়স্কা শয্যাশায়ী মাকে খাটিয়ায় শুইয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সূত্রের খবর, গত ৯ জুন উতকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় গিয়েছিলেন মেয়ে পুঞ্জমতী। দেড় হাজার টাকা তুলতে গিয়ে বিপত্তি বাঁধে। দরিদ্র মহিলাদের জনধন যোজনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি সেই টাকাই তুলতে গিয়েছিলেন। দীর্ঘ লাইন দিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে পৌঁছানোর পর ম্যানেজার জানান, যাঁর নামে অ্যাকাউন্ট রয়েছে তাঁকে হাজিরা দিতে হবে। তবেই মিলবে টাকা। অনেক অনুরোধ করেছিলেন পুঞ্জমতী। কিন্তু কোনও ফল হয়নি। অবশেষে মাকে খাটিয়ায় শুইয়ে টানতে টানতে হাজির হন ব্যাংকে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা কালেক্টর। তিনি জানিয়েছেন, ওই ব্যাংক ম্যানেজার পরের দিন তাঁদের বাড়ি গিয়ে ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা অপেক্ষা করেননি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল