অ্যাপশহর

ক্যুরিয়ারে এসেছে পার্সেল, খুলতেই বেরোল জ্যান্ত কেউটে! তার পর...

আক্ষরিক অর্থেই আক্কেলগুড়ুম হওয়ার মতোই। ক্যুরিয়ারের প্যাকেট খুলতেই ফণা তোলে বিষধর কেউটে। মুহূর্তের অন্যমনস্কতায় ছোবল মারলে কী যে হত, তা আর বলার অপেক্ষা রাখে না!

EiSamay.Com 26 Aug 2019, 10:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অনলাইনে স্মার্টফোন অর্ডার করে, ক্যুরিয়ারের পার্সেল খুলে চোখ বিস্ফারিত হওয়ার খবর নতুন নয়। কখনও বেরিয়েছে সাবানের টুকরো, কখনও আবার মোবাইল ফোনের প্যাকাটে সাবান। কিন্তু, ওডিশার এক ব্যক্তির সঙ্গে যা ঘটেছে, তা আক্ষরিক অর্থেই আক্কেলগুড়ুম হওয়ার মতোই। ক্যুরিয়ারের প্যাকেট খুলতেই ফণা তোলে বিষধর কেউটে। মুহূর্তের অন্যমনস্কতায় ছোবল মারলে কী যে হত, তা আর বলার অপেক্ষা রাখে না!
EiSamay.Com cobra


তিনি অবশ্য অনলাইনে স্মার্টফোনের অর্ডার করেননি। মুদিখানার জিনিসপত্র অর্ডার করেছিলেন। কিন্তু, পার্সেলে কী ভাবে কেউটে এল, তা লাখ টাকার প্রশ্ন। ক্যুরিয়ারে পাঠানো কেউটের সেই ভিডিয়ো এখন নেট-নেটিজেনদের হাতঘুরে ভাইরাল। আপনাদের জন্যও রইল সেই ভিডিয়ো।


হাড়হিম এই ভিডিয়োটি দেখার পর ভবিষ্যতে ক্যুরিয়ার পার্সেল খোলার আগে সতর্ক আপনি হবেনই। শত্রু কখন কী ভাবে আক্রমণ করে, তার আঁচ পাওয়া মুশকিল। তবে, বহু প্রচলিত একটা প্রবাদ আছে না, 'সাবধানের মার নেই!'

ওডিশার ময়ূরভঞ্জের বাসিন্দা মৃত্যু কুমার সম্প্রতি এই ক্যুরিয়ার পার্সেলটি হাতে পেয়েছেন। জানা গিয়েছে, বিজয়ওয়াড়া থেকে ওই ক্যুরিয়ার পার্সেলটি তাঁর কাছে এসেছে। তিনি মুদিখানার মালপত্র অনলাইনে অর্ডার করেছিলেন।

জানা গিয়েছে, মুদিখানার প্যাকেট ইঁদুরে কেটেছিল। সেই কাটা অংশ দিয়ে কেউটে ঢুকে পড়ে। সেই অবস্থাতেই ভালো করে প্যাকেটবন্দি হয়ে সেই পার্সেল ওই ব্যক্তির বাড়িতে পৌঁছয়। জ্যান্ত সাপ দেখেই কুমার বনদফতরে ফোন করেন। বনকর্মীরা এসে সেই বিষধরকে নিয়ে যায়। পরে, সাড়ে ৫ ফুটের ওই কেউটেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল