অ্যাপশহর

ঘুষ নিতে গিয়ে ধৃত আইএএস অফিসার

সূত্রের খবর, অভিযুক্ত আইএএস অফিসার তাঁর ব্যাচে অন্যতম 'টপার' ছিলেন। সরকারি এক সূত্রে খবর, আরও আর্থিক দুর্নীতির হদিশ পেতে বিজয়কেতন উপধ্যায় নামে ওই আমলার বাসভবনেও সোমবার অভিযান চালানো হয়। তিনি ওডিশা হর্টিকালচার দফতরের বালাসোর শাখার ডিরেক্টর।

EiSamay.Com 31 Dec 2019, 3:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভুবনেশ্বরে নিজের দফতরে বসে মোটা অঙ্কের ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ওডিশার এক আইএএস অফিসার। ভিজিল্যান্স দফতরের অফিসাররা তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন। নগদ ₹১ লক্ষ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই আইএএস অফিসারের বিরুদ্ধে।
EiSamay.Com Capture


সূত্রের খবর, অভিযুক্ত আইএএস অফিসার তাঁর ব্যাচে অন্যতম 'টপার' ছিলেন। সরকারি এক সূত্রে খবর, আরও আর্থিক দুর্নীতির হদিশ পেতে বিজয়কেতন উপাধ্যায় নামে ওই আমলার বাসভবনেও সোমবার অভিযান চালানো হয়। তিনি ওডিশা হর্টিকালচার দফতরের বালাসোর শাখার ডিরেক্টর।

ভিজিল্যান্স দফতরের এক আধিকারিক বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে অভিযোগ আসছিল, হর্টিকালচার দফতরের এক অফিসার ঘুষ নিচ্ছেন। সেই মতো ফাঁদ পেতে বিজয়কেতনকে হাতেনাতে পাকড়াও করা হয়। উপাধ্যায় ছাড়াও একই অভিযোগে গ্রেফতার হয়েছেন ভুবনেশ্বরের এক বেসরকারি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার।

অভিযোগ, এসআরএম প্লাস্টোচেম প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করেন ওই আইএএস অফিসার। ওডিশা হর্টিকালচার দফতরের প্যানেলভুক্ত এই সংস্থাটিকে ৫০ লক্ষ টাকার পেমেন্ট পাস করার বিনিময়ে, এই টাকা তিনি দাবি করেছিলেন। সংস্থার তরফে অভিযোগ হলে, ফাঁদ পেতে ধরা হয় অভিযুক্তদের।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল