অ্যাপশহর

রাহুলে সংশয়ী ওবামার প্রশ্নে গেরুয়া বিভাজনও?

বারাক ওবামার আ প্রমিসড ল্যান্ড বই প্রকাশিত হওয়ার পর থেকেই রাহুল গান্ধীকে নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্কের ঢেউ উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। ইন্দোনেশিয়ায় ছোটবেলায় রামায়ণ ও মহাভারত পড়ে কীভাবে তাঁর ভারত সম্পর্কে টান তৈরি হয়, তাও উল্লেখ করেছেন বারাক।

EiSamay 18 Nov 2020, 10:52 am
এই সময়: বিজেপি 'বিভাজনমূলক জাতীয়তাবাদের' রাজনীতি করে বলে কি বিশ্বাস করেন বারাক ওবামা? হালফিলে তাঁর বই 'আ প্রমিসড ল্যান্ড'-এ রাহুল গান্ধীকে নিয়ে করা মন্তব্যে বিতর্কের ঢেউ উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। এ বার দেখা গেল, সেই রাহুল এবং মনমোহন সিং প্রসঙ্গে লিখতে গিয়েই বিজেপির 'বিভাজনমূলক জাতীয়তাবাদের' কথাটি লিখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে জানিয়েছেন, ছোটবেলায় 'রামায়ণ' এবং 'মহাভারত' পড়ে কী ভাবে তাঁর ভারত সম্পর্কে আকর্ষণ তৈরি হয়েছিল।
EiSamay.Com Barack Obama and Rahul Gandhi
বারাক ওবামা ও রাহুল গান্ধী। ফাইল ছবি


মনমোহন সিংয়ের জমানা শেষ হলে, তাঁর উত্তরসূরি হিসেবে রাহুল কতটা প্রস্তুত, তা নিয়ে সেই সময়ে কিঞ্চিৎ দ্বিধায় ছিলেন ওবামা। ২০১০ সালে তাঁর ভারত সফর নিয়ে বইয়ে লিখেছেন, 'ব্যাটনটি কি সফল ভাবে রাহুলের হাতে তুলে দেওয়া যাবে? যে ভাগ্য তাঁর মা তাঁর জন্য সাজিয়ে রেখেছেন এবং বিজেপির বিভাজনমূলক জাতীয়তাবাদের উপরে কংগ্রেসের যে কর্তৃত্ব, তা ঘিরে সব প্রত্যাশা কি তিনি পূরণ করতে পারবেন? যে ভাবেই হোক, আমি কিছুটা সংশয়ী ছিলাম।' এ নিয়ে অবশ্য মঙ্গলবার রাত পর্যন্ত কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া আসেনি।

এ ছাড়া ছোটবেলার কথা লিখেছেন ওবামা। ইন্দোনেশিয়ায় তাঁর বেড়ে ওঠার সময়ে 'রামায়ণ' এবং 'মহাভারত'-এর গল্প শুনে ভারত সম্পর্কে আগ্রহ বাড়ে। এই মহাকাব্যগুলির জন্যই ছোট থেকে তাঁর মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ভারত। লিখেছেন, 'ছোটবেলায় ইন্দোনেশিয়ায় কাটিয়েছি রামায়ণ, মহাভারতের মতো গল্প শুনে। পূর্বের ধর্মের প্রতি আমার বিশেষ আকর্ষণ ছিল। কলেজে পাকিস্তানি এবং ভারতীয় বন্ধুরা ছিলেন যাঁরা আমাকে ডাল আর কিমা রাঁধতে শিখিয়েছিলেন এবং বলিউডের ছবির প্রতি আগ্রহী করে তুলেছিলেন।'

ভারতের প্রতি আকর্ষণের কারণ হিসেবে আরও লিখেছেন, 'হয়তো (ভারতের) বিপুল আয়তন, পৃথিবীর জনসংখ্যার এক-ষষ্ঠাংশ, দু'হাজারের উপরে জাতিগোষ্ঠী, সাতশোর বেশি ভাষাই আমাকে আকৃষ্ট করেছিল।' তবে যে দেশের প্রতি এই আশৈশব আকর্ষণ, তার মাটি ছুঁতে কিন্তু দীর্ঘ সময় লেগেছিল ওবামার। ২০১০ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন তিনি। - সংবাদসংস্থা

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল